অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫, আহত দুই শতাধিক


জার্মানির ম্যাগডেবার্গে একটি ব্যস্ত ক্রিসমাস মার্কেটে চালক ঢুকে পড়ার পর একটি ক্ষতিগ্রস্ত গাড়ির দরজায়
কাজ করছেন ফরেনসিক টেকনিশিয়ানরা। ২১ ডিসেম্বর, ২০২৪ ।
জার্মানির ম্যাগডেবার্গে একটি ব্যস্ত ক্রিসমাস মার্কেটে চালক ঢুকে পড়ার পর একটি ক্ষতিগ্রস্ত গাড়ির দরজায় কাজ করছেন ফরেনসিক টেকনিশিয়ানরা। ২১ ডিসেম্বর, ২০২৪ ।

সৌদি আরবের এক চিকিৎসকের ইচ্ছাকৃতভাবে ক্রিসমাস মার্কেটে ঢুকে একটি ছোট শিশুসহ অন্তত পাঁচজনকে হত্যা ও অন্তত ২০০ জনকে আহত করার ঘটনায়, শনিবার জার্মানরা হতাহতদের জন্য শোক প্রকাশ করেছে৷

হামলার স্থান ম্যাগডেবার্গ থেকে কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ঐ ব্যাক্তি প্রায় দুই দশক ধরে জার্মানিতে বসবাস করছেন এবং ম্যাগডেবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বার্নবার্গে চিকিৎসক পেশায় নিয়োজিত রয়েছেন।

পার্শ্ববর্তী স্টেট স্যাক্সনি-আনহাল্টের গভর্নর রেইনার হ্যাসেলফ সংবাদদাতাদের জানান নিহতের সংখ্যা দুই থেকে পাঁচে দাঁড়িয়েছে এবং মোট ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস বলেন, প্রায় ৪০ জন “এতটাই গুরুতর আহত হয়েছেন যে তাদের নিয়ে আমরা ভীষণই উদ্বিগ্ন।”

সন্দেহভাজন ব্যক্তির নাম তালেব এ হিসাবে জানিয়েছে বেশ কয়েকটি জার্মান মিডিয়া। জার্মানির গোপনীয়তার আইন অনুযায়ী এই ব্যাক্তির নামের শেষ অংশ গোপন রেখে তারা জানিয়েছে, সে মনোরোগ এবং সাইকোথেরাপির একজন বিশেষজ্ঞ ছিল।

শীতের এই বিষন্ন দিনে মার্কেটের নিকটে গির্জার সামনে শোকার্ত মানুষ মোমবাতি জ্বালান ও ফুল দেন।গির্জার গায়কদল , ক্ষতিগ্রস্তদের সাথে তাদের প্রার্থনা এবং সংহতি প্রকাশ করেন। সে সময় তাঁরা ঈশ্বরের করুণা সম্পর্কে একটি স্তব "আশ্চর্যজনক অনুগ্রহ" গাইছিলেন। এই গায়কদল ২০১৬ সালে ক্রিসমাস মার্কেটে হামলার প্রত্যক্ষদর্শী।

গত শনিবার পর্যন্ত এই ব্যাক্তি কেন কি কারণে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গে ভীড়ের মধ্যে গাড়ি চালিয়ে প্রবেশ করেন সেই বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য জানা যায়নি।

নিজেকে একজন ধর্মত্যাগকারী সাবেক মুসলিম হিসেবে পরিচয় দিয়ে সন্দেহভাজন হামলাকারী ইসলাম বিরোধী বিষয়ে আলোকপাত করে এবং ধর্ম ত্যাগকারী মুসলমানদের অভিনন্দন জানিয়ে প্রতিদিন কয়েক ডজন টুইট এবং রিটুইট শেয়ার করেন।

“ইউরোপের ইসলামপন্থা” মোকাবেলায় যথেষ্ট কার্যকর ভূমিকায় জার্মান কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি সৌদি নারীদের তাদের মাতৃভূমি থেকে পালাতে সহায়তা করেছেন বলেও কেউ কেউ উল্লেখ করেছেন । অভিযুক্ত ব্যাক্তি উগ্র ডানপন্থী ও অভিবাসনবিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডির প্রতিও সমর্থন প্রকাশ করেছেন বলেও জানা যায়।

সম্প্রতি তিনি তাঁর এমন একটি তত্বের উপর জোর দিচ্ছেন যে জার্মান কর্তৃপ্ক্ষ সৌদি আশ্রয়প্রার্থীদের লক্ষ্যবস্তু করছে

XS
SM
MD
LG