অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানির খ্রীষ্টমাস বাজারে গাড়ি প্রবেশ করায় কমপক্ষে একজন নিহত, আহত ৫০


জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের একটি খ্রীস্টমাস বাজারেএকটি গাড়ি ঢুকে পড়ায়,জরুরি কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ম্যাগডেবার্গ, জার্মানি,২০ ডিসেম্বর ২০২৪, রয়টার্স।
জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের একটি খ্রীস্টমাস বাজারেএকটি গাড়ি ঢুকে পড়ায়,জরুরি কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ম্যাগডেবার্গ, জার্মানি,২০ ডিসেম্বর ২০২৪, রয়টার্স।

শুক্রবার জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের একটি ব্যস্ত উন্মুক্ত খ্রীস্টমাস বাজারে একটি গাড়ি ঢুকে পড়ায় কমপক্ষে একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। কর্তৃপ্ক্ষ সন্দেহ করছেন ঘটনাটি একটি আক্রমণ।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ স্যাক্সনি-অ্যানহল্ট রাজ্যের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে ওই গাড়ির চালককে আটক করা হয়েছে। ডিপিএ, নাম প্রাশ করা হয়নি এমন একজন নিরাপত্তা কর্মকর্তার সুত্রে জানিয়েছে সন্দেহাজন ব্যক্তিটি জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামিক উগ্রবাদি হিসেবে চিহ্নিত নয়। মনে করা হচ্ছে তার বয়স ৫০ বছর এবং সে সৌদি আরব থেকে সেখানে যায়।

আঞ্চলিক সরকারের মুখপাত্র ম্যাথিয়াস শূপ এবং নগর মুখপাত্র মাইকেল রেইফ বলেন, তাঁদের সন্দেহ এটি ছিল ইচ্ছাকৃত কর্মকান্ড।

রেইফ বলেন, “ দৃশ্যগুলি ভয়াবহ।”

ডিপিএ জানায়, ম্যাগডেবার্গের ইউনিভার্সিটি হাসপাতাল বলে তারা ১০ থেকে ২০ জন আহতদের চিকিত্সা করছে তবে আরও আহত লোক আসতে পারে বলে প্রস্তুত আছে ।

এই বাজারের যেই অংশটি পুলিশ ঘিরে ফেলে সেখানে মাটিতে ধ্বংসের চিহ্ন দেখা যায়।

গাড়িটি সন্ধ্যা ৭ টায় বাজারের ভেতরে ঢুকে পড়ে যখন লোকজন সপ্তাহান্তের প্রাক্কালে কেনাকাটায় ব্যস্ত ছিলেন।

স্যাক্সনি-অ্যানহল্টের গভর্ণর রেইনার হেজেলফ বলেন, “ এটি একটি ভয়াবহ ঘটনা, বিশেষত বড় দিনের মাত্র কয়েকদিন আগে”।

জার্মান চ্যান্সালার ওলাফ শোলজ এক্স ’এ দেওয়া পোস্টে লেখেন, “ যারা হতাহত হয়েছেন তাঁদের এবং তাঁদের স্বজনরা আমার ভাবনায় রয়েছেন। আমরা তাঁদের সঙ্গে এবং ম্যাগডেবার্গের জনগণের সঙ্গে আছি”।

বার্লিনের পশ্চিমে অবস্থিত ম্যাগডেবার্গ হচ্ছে স্যাক্সনি-অ্যানহল্টের রাজধানী েএবং সেখানে প্রায় ২,৪০,০০০ লোকের বাস।

XS
SM
MD
LG