অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে নির্বাচনের আগে কট্টর ডানপন্থী দলকে সমর্থন দিলেন ইলন মাস্ক 


ইলন মাস্ক ২০২৪ সালের ২৪ জুলাই ওয়াশিংটনের ক্যাপিটলে কংগ্রেসের যৌথ বৈঠকের আগে। ফাইল ছবি। 
ইলন মাস্ক ২০২৪ সালের ২৪ জুলাই ওয়াশিংটনের ক্যাপিটলে কংগ্রেসের যৌথ বৈঠকের আগে। ফাইল ছবি। 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিতে যাওয়া ধনকুবের ইলন মাস্ক শুক্রবার জার্মানির নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন। তিনি জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানিকে (এএফডি) দেশটির ত্রাণকর্তা বলে অভিহিত করেন।

এএফডি জনমত জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং মধ্য ডান বা মধ্যবাম সংখ্যাগরিষ্ঠতা তারা ব্যর্থ করে দিতে পারে। তবে জার্মানির মূল ধারার আরো মধ্যপন্থী দলগুলো জাতীয় পর্যায়ে এএফডির সমর্থন এড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

চ্যান্সেলর ওলাফ শোলজের নেতৃত্বাধীন মধ্য বাম জোট সরকারের পতনের পর আগামী ২৩ ফেব্রুয়ারি ইউরোপের পরাশক্তি দেশটিতে ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে মাস্ক লেখেন, “ একমাত্র এএফডিই জার্মানিকে বাঁচাতে পারে।”

বিশ্বের একজন শীর্ষ ধনী ইলন মাস্ক এরই মধ্যে ইউরোপ জুড়ে অন্যান্য অভিবাসন বিরোধী দলগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

জার্মান সরকার বলেছে, তারা মাস্কের পোস্টটি খেয়াল করেছে তবে তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে তারা এ নিয়ে আর কোন মন্তব্য করেনি।

জরিপে এগিয়ে থাকা কনজারভেটিভদের চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিক মার্কেট সমালোচনা করে জার্মান ডানপন্থী প্রভাবশালী নাওমি সেইবতের একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন।

গত বছর অবৈধ অভিবাসন নিয়ে জার্মান সরকারের সমালোচনা করে মাস্ক ইতোমধ্যে এএফডির প্রতি সমর্থন জানিয়েছিলেন।

গত মাসে মাস্ক অনিয়মিত অভিবাসন ঠেকাতে সরকারি পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা ইতালির বিচারকদের বরখাস্তের আহ্বান জানান।

এই সপ্তাহে ব্রিটেনের ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নেতা এবং ট্রাম্পের বন্ধু নাইজেল ফরাজ ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে মাস্কের সাথে দেখা করার সময় নিজের এবং রিফর্মের কোষাধ্যক্ষের একটি ছবি পোস্ট করেছেন এবং বলেছেন যে তিনি আর্থিক সহায়তার বিষয়ে মাস্কের সাথে আলোচনা করছেন।

XS
SM
MD
LG