সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা রাশিয়ার জন্য পরাজয় এমন ধারণাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রত্যাখ্যান করেছেন।
বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া সিরিয়ায় ‘আমাদের লক্ষ্য অর্জন করেছে’, যেখানে নয় বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে রাশিয়া ছুটে গিয়েছিল।
রুশ বাহিনী সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য ঘাঁটিগুলোর একটি নেটওয়ার্ক থেকে পরিচালিত হয়েছিল, যা আসাদের সামরিক বাহিনীকে গৃহযুদ্ধে সুবিধা পেতে সহায়তা করেছিল।
চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করার পর আসাদ রাশিয়ায় পালিয়ে যান।
পুতিন বলেছেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য আলোচনায় তিনি ইউক্রেনের সাথে যুদ্ধে অবসান ঘটানোর বিষয়ে ছাড় দিতে প্রস্তুত। ইউক্রেনের সাথে কোনো শর্ত ছাড়া আলোচনা শুরু করার কথাও বলেন তিনি।
বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি এখনো আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তিনি তা করার পরিকল্পনা করছেন। পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে ২০১২ সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেন, কয়েক দশকের আসাদ পরিবারের শাসন থেকে সরে এসে নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য সিরীয়রা ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ মুখোমুখি হচ্ছে।
কাউন্সিল অন ফরেন রিলেশনসে এক অনুষ্ঠানে ব্লিংকেন বলেন, প্রশ্ন হচ্ছে, সিরিয়ার জনগণ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কোনো একনায়ক দ্বারা শাসিত না হওয়ার, বাইরের কোন শক্তির দ্বারা শাসিত না হওয়ার, কোন সন্ত্রাসী সংগঠন দ্বারা শাসিত না হওয়ার, এক সম্প্রদায় বা সংখ্যালঘু দ্বারা অন্য সম্প্রদায়ের উপর শাসিত না হওয়ার সুযোগ গ্রহণ করবে কিনা।
তিনি ক্ষমতা দখলকারী বিদ্রোহীদের দিকেও ইঙ্গিত করেছেন এবং তাদের বাইরের বিশ্বের সাথে জড়িত হওয়ার এবং দেশকে বিচ্ছিন্ন করতে পারে এমন পদক্ষেপ না নেয়ার সুযোগের দিকে ইঙ্গিত করেছেন।
তিনি বলেন, সংখ্যালঘুদের রক্ষা করতে এবং রাসায়নিক অস্ত্র ও ইসলামিক স্টেট-এর মত গোষ্ঠীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করে সিরিয়ায় যারা আছেন তাদের অন্তর্ভুক্তিমূলক, অসাম্প্রদায়িক উপায়ে দেশকে এগিয়ে নিতে হবে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।