অ্যাকসেসিবিলিটি লিংক

উইসকনসিন স্কুলে বন্দুক হামলার পর শোক পালন করতে জড়ো হয় শত শত বাসিন্দা

১৭ ডিসেম্বর মঙ্গলবার, উইসকনসিনের ম্যাডিসনে একটি বেসরকারি ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারীর হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন শত শত স্থানীয় বাসিন্দা।

শোকার্তরা অঙ্গীকার করেন, তারা একসাথে শোক কাটিয়ে উঠবেন এবং কঠিন সময় একসাথে পার করবেন। যদিও ঐ হত্যা তদন্তে তেমন কোন উত্তর পাওয়া যায়নি।

১৬ ডিসেম্বর সোমবার অ্যাবান্ডেন্টস লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারীর গুলিতে সহপাঠী ও শিক্ষক নিহত হওয়ার পর আত্মহত্যা করা ১৫ বছর বয়সী এক কিশোরীর অনলাইন কর্মকাণ্ড পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ জানায়, বন্দুকধারীর নাম নাটালি রুপনো। তার আরেকটি নাম হলো সামান্থা। সে একজন শিক্ষার্থী ছিল।

তদন্তকারীরা তার সেলফোন, কম্পিউটার এবং অনলাইন পোস্টগুলো পরীক্ষা করার পাশাপাশি ফেলে যাওয়া সম্ভাব্য ইশতেহারটি যাচাই করছে।

ডেন কাউন্টির বয়েজ এন্ড গার্লস ক্লাবের প্রেসিডেন্ট ও সিইও মাইকেল জনসন গত প্রায় ৩০ বছরে কতগুলো বন্দুক সহিংসতার স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তা উল্লেখ করে বলেন, এ ধরনের অনুষ্ঠানের আয়োজন ও তাতে অংশগ্রহণ করতে করতে তিনি ক্লান্ত।


XS
SM
MD
LG