অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ: সিরিয়াকে দ্রুতই রাজনৈতিক উত্তরণের দিকে যেতে হবে


জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গেইর পেডার্সন, প্রাক্তন বিদ্রোহী কমান্ডার এবং এখন নতুন প্রশাসনের স্বঘোষিত কমান্ডার আহমাদ আল -শারার ( যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত), তাঁর সঙ্গে বৈঠক করছেন। দামেস্ক, সিরিয়া , ১৫ ডিসেম্বর, ২০২৪।
জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গেইর পেডার্সন, প্রাক্তন বিদ্রোহী কমান্ডার এবং এখন নতুন প্রশাসনের স্বঘোষিত কমান্ডার আহমাদ আল -শারার ( যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত), তাঁর সঙ্গে বৈঠক করছেন। দামেস্ক, সিরিয়া , ১৫ ডিসেম্বর, ২০২৪।

সিরিয়া বিষয়ক জাতিসংঘের রাষ্ট্রদূত মঙ্গলবার সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দেশটি ভঙ্গুর অবস্থায় রয়েছে, একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং তাই তাদের দ্রুতই অন্তর্ভূক্তিমূলক রাজনৈতিক উত্তরণের দিকে যেতে হবে।

গিয়ের পেডারসান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, “ এখন একটা আশার ব্যাপার হচ্ছে যে শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি, সিরিয়ার সকল জনগণকে অন্তর্ভুক্ত করা এবং জবাবদিহিতা ও সুবিচারের দিকে সিরিয়ার এগিয়ে যাওয়ার প্রকৃত সুযোগ এসেছে। তবে অনেকেই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। আমার চিন্তা হয় যে এ সব ব্যাপার যদি সিরীয় ও আন্তর্জাতিক সমাজ দ্বারা যথাযথ ভাবে দেখা না হয়, তা হলে এর চেয়েও খারাপ অবস্থায় যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে”।

পেডার্সন ভিডিওর মাধ্যমে দামেস্ক থেকে ১৫টি রাষ্ট্র-বিশিষ্ট নিরাপত্তা পরিষদকে অবহিত করেন। দামেস্কে তিনি প্রাক্তন বিদ্রোহী কমান্ডার এবং এখন নতুন প্রশাসনের স্বঘোষিত কমান্ডার আহমাদ আল -শারার ( যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত) এবং তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশীরের সঙ্গে দেখা করেন।

জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গেইর পেডার্সন, সেদনায়া কারাগার পরিদর্শন করছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময়ে এটি হত্যার ঘর হিসেবেই পরিচিত ছিল । সেদনায়া, ১৬ ডিসেম্বর,২০২৪।
জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গেইর পেডার্সন, সেদনায়া কারাগার পরিদর্শন করছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময়ে এটি হত্যার ঘর হিসেবেই পরিচিত ছিল । সেদনায়া, ১৬ ডিসেম্বর,২০২৪।

বিদ্রোহী আক্রমণের মুখে বাশার আল আসাদের শাসনের পতন এবং তার রাশিয়ায় চলে যবার মাত্র ১১ দিনের এই সময়ে পেডার্সন বলেন সে দেশর অনেক স্থানেই স্থিতিশীলতা নড়বড়ে অবস্থায় রয়েছে এবং উত্তর পশ্চিমাঞ্চলে এখনও লড়াই সক্রিয় রয়েছে।

তিনি বলেন, “ অসামরিক লোকজন যেখানেই থাকুক না কেন, তাদের সুরক্ষা দিতে হবে। দেশব্যাপী অস্ত্রবিরতির দিকে যাওয়ার জন্য উত্তেজনা কমাতে হবে তা ছাড়া সামরিক বাহিনীর উপদলের মধ্যে উত্তেজনা মোকাবিলার জন্য চেষ্টা চালাতে হবে।

বাফার জোনে ইসরায়েলের প্রবেশ

ইসরায়েল এবং নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্য ইসরায়েলকে সতর্ক করে দেন যে ইসরায়েল যেন সিরিয়ার এই প্রক্রিয়াকে বিনষ্ট না করে। তাঁরা এ প্রসঙ্গে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির আরও অংশ দখল করার ইসরায়েলি প্রচেষ্টার এবং ৮ ডিসেম্বর সিরীয় সরকারের পতনের পর সিরিয়ায় ৩৫০ বারেরও বেশি বিমান আক্রমণ চালানোর বিষয়টি উল্লেখ করেন।

পেডার্সান বলেন , “ ইসরায়েলকে অধিকৃত সিরীয় গোলানে বসতি স্থাপনের সকল প্রচেষ্টা বন্ধ করেত হবে কারণ তা অবৈধ। সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার উপর আক্রমণ বন্ধ করতে হবে”।

সিরিয়ার অভ্যন্তরে বাফার জোন পরিদর্শন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ১৭ ডিসেম্বর,২০২৪।
সিরিয়ার অভ্যন্তরে বাফার জোন পরিদর্শন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ১৭ ডিসেম্বর,২০২৪।

মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ’কে নিয়ে এই প্রথমবারের মতো সদম্ভে সিরীয় অঞ্চলে প্রবেশ করেন। তাঁরা সিলীয় অঞ্চলে মাউন্ট হার্মন ( যা আরবিতে জাবাল-আল-শায়েখ নামে ) পরিচিত পাহাড়টির শীর্ষে আরোহন করেন।

ইউএনডিএফ নামে পরিচিত জাতিসংঘ বাহিনী অস্ত্র বিরতির নজরদারি করছে। মঙ্গলবার ইউএনডিএফ বলে যে তাদের তৎপরতার এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর উপিস্থিতি শান্তিরক্ষীদের চলাচলের স্বাধীনতার উপর “এবং তাদের অভিযান, লজিস্টিক ও প্রশাসনিক কর্মতৎপরতার উপর মারাত্মক প্রভাব ফেলেছে”।

তবে ইসরায়েল একমাত্র দেশ নয় যারা সিরিয়ায় সামরিক শক্তি ব্যবহার করছে। উত্তর পূর্বাঞ্চলে তুরস্কের বাহিনী কুর্দি নেতৃত্বে , যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্স বা এসডিএফ ‘এর বিরুদ্ধে তৎপর রয়েছে। পাঁচ দিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে তবে যুক্তরাষ্ট্রের একজন মুখপাত্র বলছে যে এ সপ্তাহের শেষ নাগাদ এর মেয়াদ বাড়ানো হয়েছে।

মানবিক পরিস্থিতি

১৪ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ায় বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক সংকট সৃষ্টি হয়েছে । জাতিসংঘের মানবিক বিভাগের প্রধান টম ফ্লেচার বলেন এক কোটি সত্তুর লক্ষ লোক – জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি মানুষ-‘এর সাহায্যের প্রয়োজন রয়েছে তবে মানবিক সমস্যা মোকাবিলার জন্য বিস্ময়করভাবে অর্থায়নের অভাব রয়েছে।

XS
SM
MD
LG