অ্যাকসেসিবিলিটি লিংক

'আওয়ামী লীগ আসলেই আটকের নির্দেশ', স্মৃতিসৌধ থেকে ৮ নেতাকর্মী আটক 


জাতীয় স্মৃতিসৌধ
জাতীয় স্মৃতিসৌধ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের আট নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছেন। পুলিশ বলছে, ‘নাশকতা করতে’ ওই আট জন স্মৃতিসৌধে এসেছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিককে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার লিখেছে, "বেলা ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা মূলত 'নাশকতা' করতে এসেছিলেন।"

তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

স্থানীয় গণমাধ্যমে আটকদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ পলাতক সাইফুল ইসলামের কর্মী মিল্টন।

আশুলিয়া থানা-পুলিশ শ্রদ্ধাঞ্জলি জানানোর ফুলের তোড়াসহ ওই আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নিয়ে যায়।

আরেক সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টি ফোর আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেনকে উদ্ধৃত করে লিখেছে, “উপরের নির্দেশে সকাল থেকেই পুলিশের একাধিক টিম সিভিল পোশাকে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা আসলেই তাদের আটকের নির্দেশ রয়েছে।”

XS
SM
MD
LG