ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি হেলাল হাফিজ।
শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে বিকাল ৩টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এসব স্থানে কবির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্য, গুণগ্রাহী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
জানাজা শেষে প্রয়াত হেলাল হাফিজের প্রতি বিভিন্ন পর্যায়ের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে কবির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
বিদ্রোহ ও প্রেমের কবি হিসেবে পরিচিত হাফিজ ৭৬ বছর বয়সে মারা যান।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় জন্মগ্রহণ করা হেলাল হাফিজ ১৯৮৬ সালে প্রকাশিত তার প্রথম কবিতা সংকলন "যে জলে আগুন জ্বলে" (দ্য ওয়াটার দ্যাট বার্নস) দিয়ে খ্যাতি অর্জন করেন।
বইটি তখন থেকে ৩৩টিরও বেশি সংস্করণ বের হয়েছে। এটি এর বিপুল জনপ্রিয়তার একটি প্রমাণ।
হেলাল হাফিজ বহু বছর সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।