অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার চেচনিয়া অঞ্চলে ইউক্রেনের ড্রোন আঘাত: দাবি করছেন চেচনিয়ার নেতা


ফাইল- চেচনিয়ার নেতা রামজান কাদিরভ রাশিয়া অঞ্চলের গ্রজনিতে ভাষণ দিচ্ছেন। মার্চ ২৯,২০২২।
ফাইল- চেচনিয়ার নেতা রামজান কাদিরভ রাশিয়া অঞ্চলের গ্রজনিতে ভাষণ দিচ্ছেন। মার্চ ২৯,২০২২।

রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান বৃহস্পতিবার জানিয়েছেনে, ইউক্রেনের একটি ড্রোন একটি পুলিশ ফাঁড়িতে আঘাত হানলে কম পক্ষে চার জন আহত হন।

টেলিগ্রামে রামজান কাদিরভ বলেন ড্রোনটি ভবনের ছাদ এবং জানালাগুলির ক্ষতি সাধন করেছে এবং এর ফলে অল্প আগুন লেগে যায়।

কাদিরভ বলছেন এই অঞ্চলের পুলিশের স্থাপনায় এ মাসে এটি দ্বিতীয় আক্রমণ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, তারা চেচনিয়ার উপরে একটি ড্রোন, কুরস্কের উপরে চারটি, নর্থ ওসেশিয়ার উপরে তিনটি এবং রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়ার উপরে আটটি ড্রোন ভূপাতিত করে ।

ইউক্রেনে, খেরাসন অঞ্চলের গভর্ণর বলেন বৃহস্পতিবার রাশিয়ার ড্রোনগুলি খেরাসন শহরে আক্রমণ চালিয়েছে এবং এতে একজন আহত হয়।

ক্ষেপণাস্ত্র যুদ্ধ

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেন যে ইউক্রেন যে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, রাশিয়া তার পাল্টা জবাব দিবে। রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন বুধবার তাগানরগ শহরে রাশিয়ার বিমান ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

পেসকভ বলেন,“এর যথার্থ জবাব দেওয়া হবে।আর তা নিশ্চযই দেওয়া হবে”।

বুধবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে এই সিদ্ধান্ত পাওয়া গেছে যে সামনের দিনগুলিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আরেকবার তার পরীক্ষামূলক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই ক্ষেপণাস্ত্রগুলোর কর্মক্ষমতাকে খাটো করে দেখছেন এবং এগুলোকে “পরীক্ষামূলক” বলে , বলছেন যে “রাশিয়ার কাছে সম্ভবত এরকম গুটি কয়েক ক্ষেপণাস্ত্র রয়েছে”।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG