অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮ আসামি ফের ৫ দিন রিমান্ডে


ইসকন নেতা চিন্ময় কৃঞ্চ দাস
ইসকন নেতা চিন্ময় কৃঞ্চ দাস

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃঞ্চ দাসের জামিন নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের মামলায় গ্রেপ্তার হওয়া ৮ আসামিকে ফের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আলমগীর হোসেনের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে তাদের ছয় দিনের রিমান্ড শেষ হয়।

গত ৪ ডিসেম্বর গ্রেপ্তার হওয়া ১২ আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আবার আসামিদের আদালতে হাজির করা হয়।

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় দাসের জামিন নিয়ে পুলিশের সঙ্গে চিন্ময় সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সেদিন সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে পিটিয়ে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত হত্যা মামলাসহ পুলিশের ওপর হামালা, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ছয়টি মামলা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদী হয়ে মামলা করেছে তিনটি।

XS
SM
MD
LG