অ্যাকসেসিবিলিটি লিংক

'জয় বাংলা' জাতীয় স্লোগান থাকছে না: হাইকোর্ট


বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন (ফাইল ছবি)
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন (ফাইল ছবি)

'জয় বাংলা'কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

হাইকোর্ট এর আগে ২০২০ সালে আদেশ দিয়েছিলো, 'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।

তখন হাইকোর্টের রায়ের বরাত দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ জানিয়েছিলেন, "প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং সাংবিধানিক পদে যারা আছেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা যখন বক্তব্য দেবেন, তখন বক্তব্যের শেষে তাদের 'জয় বাংলা' বলতে হবে।"

স্কুলগুলোতেও প্রতিদিনের এসেম্বলির শেষে 'জয় বাংলা' স্লোগান দেয়ার আদেশ এসেছিল হাইকোর্ট থেকে।

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ।

২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা।

এরপর ২ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

XS
SM
MD
LG