অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে কারাভোগ শেষে বিশেষ পারমিট নিয়ে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি


কারাভোগ শেষে ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি যুবক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ৮ ডিসেম্বর, ২০২৪।
কারাভোগ শেষে ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি যুবক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ৮ ডিসেম্বর, ২০২৪।

ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি যুবক কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

বাংলাদেশের একটি এনজিও সংস্থা রবিবার (৮ ডিসেম্বর) তাদের গ্রহণ করে।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, "ফেরত আসা যুবকেরা ৫ থেকে ৭ বছর আগে কাজের সন্ধানে ভারতে যান। সেখানে বিভিন্ন এলাকায় খেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হন তারা। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে ২-৩-৫ বছর সাজা দেয়।"

কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে শনিবার রাত সাড়ে ৯টার দিকে দেশে ফিরেছেন তারা।

ফেরত আসা যুবকেরা হলেন- মো. সুজন ফকির (২৮), মো. আব্দুল মোনাব (৩০), মো. রেদোয়ান (২৫),মো. নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮),শাহজাহান গাজী (৩৫), মো. খাইরুল ইসলাম (২৯),মো. সামাদ মিয়া(২৩), মো. শাহাদত হোসেন(৩৪)। এরা যশোর নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে রাইটস নামের একটি এনজিও সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

রাইটস যশোরের সাইকোসোশ্যাল কাউন্সিলর মো. মামুন জানান, "বেনাপোল পোর্ট থানা পুলিশ ভারত ফেরত ৯ বাংলাদেশি যুবককে রবিবার সকালে রাইটস নামের একটি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের এখন রাইটসের শেল্টার হোমে রাখা হবে।"

পরে সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন এই এনজিও কর্মকর্তা।

XS
SM
MD
LG