অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান সীমান্তের কাছে সংঘাতে নিহত ৬ পাকিস্তানি সৈন্য, ২২ জঙ্গি


৭ ডিসেম্বর ২০২৪ এ উত্তর ওয়াজিরিস্তানসহ অনেকগুলি জেলায় আক্রমণের খবর দিয়েছে পাকিস্তান।
৭ ডিসেম্বর ২০২৪ এ উত্তর ওয়াজিরিস্তানসহ অনেকগুলি জেলায় আক্রমণের খবর দিয়েছে পাকিস্তান।

পাকিস্তান শনিবার জানায় যে ভোর হবার আগেই আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি নিরাপত্তা চৌকির উপর আক্রমণ এবং গোয়েন্দা পরিচালিত বিদ্রোহ-দমনের অভিযানে অন্তত ৬ জন সৈন্য এবং ২২ জন।

সামরিক বাহিনীর সংবাদ মাধ্যমের শাখা বলছে যে তাংক ও উত্তর ওয়াজিরিস্তানসহ কয়েকটি জেলায় এই সহিংসতার ঘটনা ঘটে।

এই বিবৃতিতে নিহত জঙ্গিদের “খাওয়ারিজ” বলে চিহ্নিত করা হয়। সরকার এই শব্দটি ব্যবহার করে সেই সব বিদ্রোহীদের ক্ষেত্রে যারা তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি’র সঙ্গে সম্পৃক্ত। টিটিপিকে বিশ্বব্যাপী একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ওই এলাকার নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন ভারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত কয়েক ডজন টিটিপি জঙ্গি থাল শহরের একটি নিরাপত্তা চৌকিতে সাঁড়াশি আক্রমণ চালায়। এই ঘটনার সুত্র ধরে বন্দুক যুদ্ধে আধা সামরিক বাহিনীর ছয় জন সৈন্য নিহত এবং আরও অনেকে নিহত হয়।

বলা হচ্ছে টিটিপি এই আক্রমণের দায় স্বীকার করেছে কিন্তু অন্যত্র সামরিক বাহিনীর অভিযানের যে খবর রয়েছে সে ব্যাপারে তাদের হতাহত সম্পর্কে কোন মন্তব্য করেনি।

সরকারি উপাত্ত অনুযায়ী খাইবার পাখতুনখোয়ায় টিটিপি নেতৃত্বাধীন আক্রমণ এবং আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বিচ্ছিন্নতাবাদি বালুচ জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের হামলায় শুধু মাত্র এ বছরই শত শত প্রাণহানি ঘটেছে যাদের মধ্যে বহু নিরাপত্তা কর্মীও রয়েছেন।

পাকিস্তান অভিযোগ করে যে প্রতিবেশি দেশের তালিবান সরকারের সমর্থনে আফগানিস্তানে লুকিয়ে টিটিপি নেতা ও যোদ্ধারা সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। তালিবান সরকারকে কোন দেশই স্বীকৃতি দেয়নি।

তালিবান নেতারা অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করে বলেছেন পাকিস্তানসহ অন্য যে কোন দেশকে হুমকি দেওয়ার জন্য তারা কাউকেই আফগানিস্তানকে ব্যবহার করতে দিচ্ছেন না।

XS
SM
MD
LG