দক্ষিণ কোরিয়ার সংসদের বাইরে ৫ ডিসেম্বর ,বৃহস্পতিবার বিপুল জনতা মোমবাতি মিছিল ও সমাবেশে সামিল হয়েছেন। সে দেশের প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুলের বিরুদ্ধে এই জমায়েত। তার আকস্মিক কিন্তু সংক্ষিপ্ত সামরিক আইন আরোপের ফলে সোওলের রাস্তায় সশস্ত্র সৈন্যরা নেমে আসে। এরপরই তিনি অভিশংসন (ইমপিচমেন্ট) ভোটের মুখে পড়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বৃহস্পতিবার তার প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়েছেন, কেননা তার আকস্মিক কিন্তু সংক্ষিপ্ত সামরিক আইন আরোপের ফলে সোওলের রাস্তায় সশস্ত্র সৈন্যরা নেমে আসায় বিরোধী দলগুলি উভয় ব্যক্তিকে অভিশংসন করতে পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার রাতে সামরিক আইন সংক্রান্ত ঘোষণাকে ঘিরে বুধবার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুলকে অভিশংসন করতে ডেমোক্রেটিক পার্টি ও অন্যান্য কয়েকটি ছোট বিরোধী দল একটি সম্মিলিত প্রস্তাব জমা দিয়েছে।
সামরিক আইন প্রায় ছয় ঘন্টা বলবৎ ছিল, কারণ জাতীয় পরিষদ দ্রুত প্রেসিডেন্টের এই আদেশকে ভোট দিয়ে বাতিল করে দেয় এবং তার মন্ত্রিসভাকে বুধবার সকাল হওয়ার আগে এই আইন তুলে নিতে চাপ সৃষ্টি করে। (এপি)