নিউ ইয়র্ক সিটিতে রকফেলার সেন্টার ক্রিসমাস ট্রি প্রজ্জ্বলন উদযাপন করতে মানুষের ঢল নেমেছে। বুধবার, ৪ ডিসেম্বর।
১৯৩৩ সাল থেকে এই ঐতিহ্য চলে আসছে। ওই বছরই প্রথম ট্রি প্রজ্জ্বলন অনুষ্ঠান হয়েছিল।
এনবিসির বক্তব্য অনুযায়ী, চলতি বছর এই ট্রি ৫০ হাজারের বেশি বহু-বর্ণের এলইডি বাতি দিয়ে সাজানো হয়েছে। (রয়টার্স)