৩ ডিসেম্বর মঙ্গলবার জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ইইউপন্থী বিক্ষোভকারী এবং পুলিশ টানা ষষ্ঠ রাতের মতো সংঘর্ষে লিপ্ত রয়েছে । এই সংঘর্ষ পরের সারাদিন অব্যাহত ছিল।
বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের বিরুদ্ধে লেজার রশ্মি এবং আতশবাজি ব্যবহার করেছিল। পুলিশ জল কামান এবং টিয়ার গ্যাস দিয়ে পাল্টা জবাব দেয়।
মঙ্গলবার জর্জিয়ার পাবলিক ন্যায়পাল পুলিশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আলোচনা স্থগিত করার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বড় রাস্তায় ছয় দিনের বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া লোকদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ করেছেন। (রয়টার্স)