অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ 

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর থেকে শুরু হওয়া অস্থিরতার মধ্যে ভারতের মুম্বাইতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে জড়ো হয় বিক্ষভকারীরা। সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪।

পুলিশ বিক্ষোভের সময় হাইকমিশনের বাইরে ব্যারিকেড ঠেলে প্রবেশের চেষ্টাকে বাধা দেয়। এসময় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্যদের সেখানে স্লোগান দিতেও দেখা যায়।

ওদিকে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার সোমবার (২ ডিসেম্বর) একটি বিবৃতিতে বলেছে, "নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং সারা দেশে অন্যান্য উপ বা সহকারী হাইকমিশনগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পদক্ষেপ নিচ্ছে।"

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এই বিবৃতিতে বলা হয়েছে, "আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক।"

কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তিকে কোনো পরিস্থিতিতেই লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে এই হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে, "হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার মতো ঘটনা ঘটেছে স্থানীয় পুলিশের সামনেই যেখানে পুলিশকে যথেষ্ট তৎপর দেখা যায়নি"।

বাংলাদেশ সরকার জানিয়েছে, "হাই কমিশনে কর্মরত বাংলাদেশিরা চরম অনিরাপত্তায় ভুগছেন"।


XS
SM
MD
LG