অ্যাকসেসিবিলিটি লিংক

তারেক রহমানঃ গ্রেনেড হামলা মামলায় খালাসের পর 'নতুন অধ্যায়ের' আহ্বান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার (১ ডিসেম্বর) একটি ফেসবুক পোস্টে রায়কে “ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়” বলে বর্ণনা করেছেন। একই সাথে তিনি বাংলাদেশের রাজনীতিতে “নতুন অধ্যায়” খোলার আহ্বান জানান।

"সত্যের সৌন্দর্য হচ্ছে, এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে," রহমান তাঁর ফেসবুক পাতায় লিখেছেন।

"রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা এক হই এবং ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতবিরোধের জন্য কারও জীবন ও পরিবার ধ্বংস হবে না," তিনি লেখেন।

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়। হামলায় আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ কয়েক’শ আহত হন।

তারেক রহমানকে আরও ১৮জন সহ ২০১৮ সালে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। মামলায় খালাস পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্টে তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন।

"সব নাগরিকের অধিকার ও স্বাধীনতার সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই, তিনি লেখেন।"

লন্ডনে মির্জা ফখরুল আলমগির

তারেক রহমান এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন, সেখানে তার সাথে দেখা করতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির এই শীর্ষ নেতা মামলার রায়ের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। "এই রায়ে প্রমাণ হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল রাজনৈতিক ষড়যন্ত্রমূলক,” আলমগির বলেন।

বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের বরাত দিয়ে এই বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল।

হাইকোর্টের রায়ের খবর পেয়ে এই সংবাদকে 'বিজয়ের মাসে প্রথম সুসংবাদ' বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, “২১ আগস্টের গ্রেনেড হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দ্বারা। সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি জড়িত ছিল না।”

এদিকে ঢাকার নয়াপল্টনে রবিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।

XS
SM
MD
LG