অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলি হামলায় গাজায় ২৫ ফিলিস্তিনি নিহত, বলছেন চিকিৎসাকর্মীরা


গাজা সিটির উত্তরে শেখ আদওয়ান মহল্লায় নিহত আকাশা পরিবারের সদস্যদের জন্য একজন শোক প্রকাশ করছেন এবং একটি শিশুকে সান্তনা দিচ্ছেন ।৩০ নভেম্বর, ২০২৪।
গাজা সিটির উত্তরে শেখ আদওয়ান মহল্লায় নিহত আকাশা পরিবারের সদস্যদের জন্য একজন শোক প্রকাশ করছেন এবং একটি শিশুকে সান্তনা দিচ্ছেন ।৩০ নভেম্বর, ২০২৪।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা গাজা ভূখণ্ডে পরিবহন হামলা চালিয়ে এমন একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার বিরুদ্ধে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এই ব্যক্তি ত্রাণসংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মী ছিলেন, এমন দাবি ইসরায়েল তদন্ত করে দেখছে।

শুক্রবার সারারাত ইসরায়েল গাজার বিভিন্ন অংশে হামলা চালায় এবং তা শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। সামরিক বাহিনীর এসব হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের বেশিরভাগই উত্তরাঞ্চলীয় এলাকায় ছিলেন। চিকিৎসাকর্মীরা এ বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন।

নিহতদের মধ্যে অন্তত সাত জন গাজা সিটির মধ্যাঞ্চলের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক বিবৃতির বরাত দিয়ে ফিলিস্তিনের সরকারি গণমাধ্যম ওয়াফা শনিবার দিনের শুরুতে বিষয়টি জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানায়, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় তাদের এক কর্মকর্তা নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ এর ৭ অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত নিহত বেসামরিক প্রতিরক্ষাকর্মীর সংখ্যা বেড়ে ৮৮ হয়েছে।

শনিবার দিনের শুরুতে ওয়াফা জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মানবিক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে তারা নিহত হন।

এ বিষয়টি নিয়ে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এখনো কোনো মন্তব্য করেনি।

XS
SM
MD
LG