অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে নতুন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি দিলেন পুতিন


ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার পর ২০২৪ সালের ২৮ নভেম্বর কিয়েভে আংশিক ব্ল্যাকআউটের সময় বারান্দায় এক নারী দাঁড়িয়ে আছেন।
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার পর ২০২৪ সালের ২৮ নভেম্বর কিয়েভে আংশিক ব্ল্যাকআউটের সময় বারান্দায় এক নারী দাঁড়িয়ে আছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে রাশিয়ার নতুন ওরেশনিক হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুমকি দিয়েছেন।

কাসাখের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “কিয়েভসহ সামরিক, সামরিক-শিল্প বা সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোর বিরুদ্ধে ওরেশনিক ব্যবহারের সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মাঝারি পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে তিনি বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন।

চলতি মাসে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম হামলা। কর্মকর্তারা জানান, মার্চের পর থেকে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় এটি এগারোতম বড় হামলা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মস্কোর বিরুদ্ধে “ঘৃণ্য উত্তেজনা” বৃদ্ধির অভিযোগ এনে বলেন, তারা ক্লাস্টার যুদ্ধাস্ত্রসহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

চলতি মাসে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে এটি রাশিয়ার দ্বিতীয় বড় হামলা। কর্মকর্তারা জানান, মার্চের পর থেকে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় এটি ১১তম বড় হামলা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের মাঝারি পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে মস্কো এ হামলা চালিয়েছে। পুতিন আরও বলেন, রাশিয়ার ভবিষ্যৎ লক্ষ্যের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ‘সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র’ চালু অন্তর্ভুক্ত থাকতে পারে।

কিয়েভের সরকারি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে পুতিনের হুমকির জবাব দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইউক্রেন আহ্বান জানিয়েছেন।

হামলার পরে বিদ্যুৎ বিভ্রাটের শিকার ১০ লাখের বেশি মানুষ ছাড়াও আরও লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিভ্রাটের আরও বৃদ্ধির শিকার হয়েছেন।

গত জুনে পুতিন বলেছিলেন, কিয়েভ যদি নেটোর উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে এবং মস্কোর দাবি করা চারটি ইউক্রেনীয় প্রদেশ হস্তান্তর করতে রাজি হয় তবেই রাশিয়া যুদ্ধের অবসান ঘটাবে। কিয়েভ এই দাবিকে আত্মসমর্পণের শামিল বলে একে প্রত্যাখ্যান করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG