অ্যাকসেসিবিলিটি লিংক

উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে ৪০টি বাড়ি চাপা পড়েছে, নিহত, অন্তত ১৫ জন


উগান্ডার পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা বুলামবুলিতে ভারী বৃষ্টিপাতে ভূমিধসের পর উদ্ধারকর্মী ও লোকজন মৃতদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। ২৮ নভেম্বর, ২০২৪।
উগান্ডার পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা বুলামবুলিতে ভারী বৃষ্টিপাতে ভূমিধসের পর উদ্ধারকর্মী ও লোকজন মৃতদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। ২৮ নভেম্বর, ২০২৪।

ত্রাণ কর্মকর্তারা বৃহস্পতিবার জানান যে উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে ছয়টি গ্রামের ৪০টি বাড়ি চাপা পড়লে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন।

উগান্ডা রেড ক্রস সোসাইটি জানায়, এই ঘটনায় ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ আশঙ্কা করছে নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে ।

বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের পর পার্বত্য জেলা বুলামুবুলিতে ভূমিধসের ঘটনা ঘটে। ওই এলাকায় ভূমিধস একটি নিয়মিত ঘটনা। এই জেলা রাজধানী কাম্পালা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

ওই এলাকার একজন সাংবাদিক বার্তা সংস্থা এপিকে জানায়, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য খনন কাজে দক্ষ এক ব্যক্তিকে এখানে আনা হবে, কিন্তু রাস্তাগুলো কাদায় ঢেকে গেছে এবং এখনো বৃষ্টি পড়ছে।

প্রায় ২০ হেক্টর বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের সন্ধানে কাদা খুড়তে থাকা মানুষদের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। কিছু বাড়ি পুরোপুরি কাদায় ঢাকা ছিল এবং অন্যগুলোর কেবল কাদার উপরে ছাদ দেখা যাচ্ছিল।

ডেইলি মনিটর পত্রিকার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত উদ্ধার হওয়া লাশের বেশিরভাগই শিশুদের লাশ।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুর্যোগ সতর্কতা জারি করে বলা হয়, দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে প্রধান সড়কগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার নাইল নদে যেখানে পাকওয়াচ সেতু নিমজ্জিত হয়েছে সেখানে একটি উদ্ধার অভিযানের সময় দুটি উদ্ধারকারী নৌকা ডুবে যায়।

XS
SM
MD
LG