কয়েক বছর ধরে চীনে আটক তিন জন আমেরিকানকে চীন মুক্তি দিয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রে ফিরে আসবে বলে বুধবার হোয়াইট হাউস ঘোষণা করেছে।
এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, “ আমরা মার্ক সুইডান, জন লিউং ও কাই লি গণ প্রজাতন্ত্রী চীনে আটক অবস্থা থেকে মুক্তি দেওয়ার ঘোষণা দিতে আনন্দ বোধ করছি।
মুখপাত্রটি আরও বলেন এটি হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি কূটনৈতিক বিজয়। তিনি জানুয়ারিতে এই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। এই লোকগুলির মুক্তির মাধ্যমে চীনে “ অন্যায় ভাবে আটক আমেরিকানদের” ফেরত দেওয়া হচ্ছে ।
যুক্তরাষ্ট্র সরকার বলেছে এই তিনজনকে অন্যায় ভাবে আটক করা হয়।সুইডান মাদক দ্রব্যেরে অভিযোগে মৃত্যু দন্ডে দন্ডিত ছিলেন এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে লি ও লিউংকে কারাদন্ড দেওয়া হয়।
মুখপাত্রটি বলেন, “ শীঘ্রই তারা ফিরে আসবেন এবং বহু বছর পর আবার পরিবারের সঙ্গে মিলিত হবেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন বাইডেন ও তার সহযোগীরা এই তিন আমেরিকানের বিষয়টি বার বার বেইজিং’এর কাছে উত্থাপন করেছেন। এ মাসের গোড়ার দিকে পেরুতে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ বৈঠকের অবকাশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তাদের ফেরত পাঠানোর কথা বলেন।
বাইডেন তাঁর আমলে পৃথিবীর বিভিন্ন স্থানে অন্যায় ভাবে আটক ৭০ জনেরও বেশি আমেরিকানকে স্বদেশে ফেরত এনেছেন। অধিকার গোষ্ঠীগুলি বলছে যে আরও প্রায় ডজনখানেক দেশে আরও ৪০ জনকে অন্যায় ভাবে আটক কিংবা জিম্মি হিসেবে রাখা হয়েছে।