অ্যাকসেসিবিলিটি লিংক

হিজবুল্লাহর সঙ্গে অস্ত্র-বিরতি চুক্তি অনুমোদন করলো ইসরায়েল


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহু।

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় লেবাননের হেজবুল্লাহর সঙ্গে মঙ্গলবার ইসরায়েল অস্ত্র-বিরতি চুক্তি অনুমোদন করেছে। এর ফলে এর সঙ্গে সম্পৃক্ত প্রায় ১৪ মাস ধরে চলে আসা গাজা ভূখন্ডের যুদ্ধ সমাপ্তির ক্ষেত্র প্রস্তুত হলো।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহুর দফ্তর জানিয়েছে তিনি অস্ত্র বিরতি চুক্তিটি উপস্থাপন করার পর ইসরায়ের নিরাপত্তা পরিষদ তা অনুমোদন করে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিকে “ সু সংবাদ” বলে অভিহিত করেন এবং বলেন তার প্রশাসন গাজায় অস্ত্র-বিরতির জন্য আবারও চাপ দেবে।

ইসরায়েল- হেজবুল্লাহর অস্ত্র বিরতি হচ্ছে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গোটা অঞ্চলে ছড়িয়ে পড়া অশান্ত অবস্থা নিরসনের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ । তবে এতে গাজার মারাত্মক যুদ্ধের সুরাহা হচ্ছে না।

ইসরায়েলের মন্ত্রীসভার বৈঠকের কয়েক ঘন্টা আগে ইসরায়েল বৈরুত ও তার দক্ষিণাঞ্চলের শহরতলীতে সব চেয়ে মারাত্মক আক্রমণ চালিয়েছে এবং সেখান থেকে লোকজনের অপসারণের জন্য রেকর্ড সংখ্যক সতর্ক বার্তা পাঠায়।

ইসরায়েল অস্ত্রবিরতিতে যাবার আগে শেষ মূহুর্ত পর্যন্ত হেজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখে এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে এই আক্রমণে গোটা দেশে অন্তত ২৪ জন নিহত হয়।

XS
SM
MD
LG