শুক্রবার দু’ জন ইরানি শিক্ষার্থী কাজান ফেডারেল ইউনিভার্সিটিতে ভিসার মেয়াদ বাড়ানোর কেন্দ্রে গেলে পুলিশ তাদের “অমানুষিক ও অন্যায় ভাবে প্রহার” করে গ্রেপ্তার করেছে বলে আইআরএনএ বার্তা সংস্থা ওই শহরে ইরানের কনসুলেট দপ্তরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।
আইআরএনএ জানিয়েছে এই ঘটনার জবাবে, ইরান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে “একটি প্রতিবাদমূলক নোট” পাঠিয়েছে যাতে “ইরানি শিক্ষার্থীদের উপর পুলিশের এই সহিংস আচরণের” নিন্দা জানানো হয়।
রাশিয়ার এই ঘনিষ্ঠ মিত্র ইরান এই ঘটনার “ব্যাখ্যা” দেওয়ার অনুরোধ জানিয়েছে।
কনস্যুলেটের হস্তক্ষেপের পরে এই দুইজন শিক্ষার্থীকে শুক্রবার দিনের শেষে মুক্তি দেওয়া হয়।
টেলিগ্রামের মাধ্যমে কাজান পুলিশের সংবাদ বিভাগ জানায় যে শিক্ষার্থীদের মধ্যে সংঘাত যখন শারিরীক সংঘর্ষের রূপ নেয় তখন পুলিশ “উস্কানিদাতাদের আটক করেছিল”।
ওই বিবৃতিতে গ্রেপ্তারকৃতদের নাগরিকত্ব সম্পর্কে কিছু জানানো হয় নাই।
কাজানের আঞ্চলিক তদন্ত কমিটিও শুক্রবার জানায় যে “কর্তৃপক্ষের একজন প্রতিনিধির বিরুদ্ধে সহিংস হয়ে ওঠার” অভিযোগে দু জন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়।
মস্কোতে তেহরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক্স’এর একটি পোস্টে উল্লেখ করেন যে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি “বার বার” এই ঘটনার প্রতি নজর রাখছিলেন।
শুক্রবার আরেকটি পোস্টে জালালি “ইরানি শিক্ষার্থীদের প্রতি যে কোন ধরণের অসদাচারণের” নিন্দা করেন এবং “দায়ী রুশ কর্তৃপক্ষের জবাবদিহিতার” আহ্বান জানান।