অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললো রাশিয়া


ইউক্রেনের ২৪তম মেকানাইজড ব্রিগেডের সার্ভিসম্যান ডনেটস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরের কাছে রাশিয়ার সৈন্যদের লক্ষ্য করে ১২২ মিলিমিটার মর্টারের গুলি ছুড়ছে।
ইউক্রেনের ২৪তম মেকানাইজড ব্রিগেডের সার্ভিসম্যান ডনেটস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরের কাছে রাশিয়ার সৈন্যদের লক্ষ্য করে ১২২ মিলিমিটার মর্টারের গুলি ছুড়ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম , রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার জানিয়েছে, তাদের বাহিনী নভোদমিতরোস্ক গ্রামসহ ইউক্রেনের পূর্বাঞ্চলে ডনেটস্ক এলাকার পাঁচটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে।

রাশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা বিভাগ রিয়া নভোস্তি বলছে রুশ বাহিনী একটি ট্যাংক, একটি পদাতিক বাহিনী, ইউক্রেনেরে সেনাবাহিনীর তিনটি জেইগার ব্রিগেড,“দুইটি নৌ ব্রিগেড, তিনটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেড এবং দুইটি ন্যাশনাল গার্ড ব্রিগেডকে পরাজিত করেছে” । তারা ৬৮টি পাল্টা আক্রমণ প্রতিহত করতে পেরেছে।

এই প্রতিবেদনটি যাচাই করে দেখা হয় নাই। রাশিয়ার এই প্রতিবেদন এমন এক সময়ে আসলো যখন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী, পল জনসনের সঙ্গে বৈঠকের জন্য স্টকহোমে ছিলেন। নেটোর সব চেয়ে নতুন সদস্য রাষ্ট্র সুইডেন। সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী জনসন ঘোষণা করেন যে তারা ২০২৫ ও ২০২৬ সালের জন্য ইউক্রেনকে ২২০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই দু’টি দেশের মধ্যে “গভীর সহযোগিতা” রয়েছে।

যৌথ এক সংবাদ সম্মেলনের সময়ে দুই প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার বর্তমান আক্রমণ নিয়ে আলোচনা করেন যার মধ্যে রাশিয়া যে দ্যনিপ্রো শহরকে লক্ষ্য করে এই সপ্তাহে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সেই প্রসঙ্গটিও ছিল। জনসন বলেন সুইডেন মনে করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যাতে ইউক্রেনকে সমর্থন না করা হয় সেই জন্য তাদের ও অন্যান্যদের ভয় দেখানোর জন্য। তবে তিনি বলেন সেটা ব্যর্থ হবে।

জনসন উমেরভকে বলেন ইউক্রেনের জন্য সুইডেনের সহায়তা “আমাদের নিজেদের নিরাপত্তার জন্য বিনিয়োগ কারণ আপনাদের নিরাপত্তা আমাদেরও নিরাপত্তা”।

সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পল জনসন স্টহোমের কার্লবার্গ প্রাসাদে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে এক সংবাদ সম্মেলনে। সুইডেন, ২২ নভম্বের ,২০২৪।
সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পল জনসন স্টহোমের কার্লবার্গ প্রাসাদে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে এক সংবাদ সম্মেলনে। সুইডেন, ২২ নভম্বের ,২০২৪।

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেন যে রাশিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইউক্রেন প্রথমে দাবি করেছিল যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি কিয়েভকে দেওয়ার পর, রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

পুতিন তাঁর ওই ভাষণে সতর্ক করে দেন যে ওই সব দেশের বিরুদ্ধে তারা নতুন অস্ত্র ব্যবহার করতে পারেন যা ৮০০ কিলোমিটার অবধি যেতে পারে।

ব্রিটেনের চ্যাটহ্যাম হাউজের কির গাইলস ‘এর মতো কোন কোন বিশ্লেষক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পুতিনের মন্তব্যকে ভয় দেখানোর কৌশল বলে উল্লেখ করেন। তিনি বলেন পুতিন কখনই নেটো আক্রমণ করতে চাইবেন না।

শুক্রবার স্টকহোমের সংবাদ সম্মেলনে, ইউক্রেনের উমেরভ বলেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ছিল দ্বিতীয়বার যখন সেই দেশটি সাম্প্রতিক সময়ে যুদ্ধকে আরও বাড়িয়ে তোলে । তিনি রাশিয়ার সীমান্ত বরাবর হাজার হাজার উত্তর কোরীয় বাহিনী মোতায়েনের কথা উল্লেখ করেন।

উমেরভ স্বীকার করেন যে সম্মুখ সমরে যুদ্ধের পরিস্থিতি খারাপ তবে বলেন ইউক্রেন প্রতিরোধ করে যাচ্ছে এবং রাশিয়া সাজসরঞ্জাম ও সৈন্যদের হারাচ্ছে।

এদিকে ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলের সুমি শহরের কর্মকর্তারা শুক্রবার জানান যে রাশিয়ার আক্রমণে কমপক্ষে দুই জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়।

কর্মকর্তারা বলছেন এই সন্দেহভাজন ড্রোন আক্রমণটি একটি আবাসিক পাড়ায় আঘাত হানলে , আপার্টমেন্ট ভবন, ব্যক্তিগত ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারা জানিয়েছে উদ্ধার কাজ চলছে।

এই প্রতিবেদনের জন্য কছিু তথ্য , রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG