অ্যাকসেসিবিলিটি লিংক

টেপ দিয়ে দেয়ালে আটকানো কলার শিল্পকর্ম নিলামে ৬ কোটি ২০ লাখ ডলারে বিক্রি


২০২৪ সালের ৮ নভেম্বর নিউ ইয়র্কের সোথবিজ-এ প্রদর্শিত ইতালীয় ভিজ্যুয়াল শিল্পী মরিজিও কাত্তেলানের “কমেডিয়ান” শিরোনামের ডাক্ট টেপ দিয়ে দেয়ালে  আটকানো কলা।
২০২৪ সালের ৮ নভেম্বর নিউ ইয়র্কের সোথবিজ-এ প্রদর্শিত ইতালীয় ভিজ্যুয়াল শিল্পী মরিজিও কাত্তেলানের “কমেডিয়ান” শিরোনামের ডাক্ট টেপ দিয়ে দেয়ালে  আটকানো কলা।

বুধবার ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা জাস্টিন সানের কাছে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা, যা একটি শিল্পকর্ম, সেটি ৬ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়। সোথবিজ বলে, এর মাধ্যমে শিল্পের গঠন সম্পর্কে সর্বজনীন কথোপকথন আরও এগিয়ে যায়।

ইতালীয় শিল্পী মরিজিও কাত্তেলানের “কমেডিয়ান” ২০১৯ সালে মিয়ামির আর্ট বাসেলে আত্মপ্রকাশের পরে প্রথম শিল্প জগতকে কাঁপিয়ে দিয়েছিল। এতে এত ভিড় হয়েছিল যে, জনসাধারণের সুরক্ষার জন্য এবং প্রদর্শনীতে থাকা অন্যান্য কাজগুলো রক্ষা করার জন্য প্রদর্শনীটি সরিয়ে ফেলতে হয়েছিল।

বুধবার নিউ ইয়র্কের সোথবিজে পাঁচ মিনিটের মধ্যে নিলামে এটির প্রারম্ভিক মূল্য ৮ লাখ থেকে ৫ কোটি ২০ লাখ ডলারে পৌঁছায়।

নিলামটি সেখানে উপস্থিত, ফোন এবং অনলাইনে নিলামকারীদের দেড় কোটি ডলারের যে প্রাক-বিক্রয়মূল্য নির্ধারিত ছিল সেটিকে ছাড়িয়ে গেছে।

চীনা সংগ্রাহক এবং ক্রিপ্টোকারেন্সি ট্রনের প্রতিষ্ঠাতা সান ফোনে নিলামটি জিতে নেন। তিনি ক্রিপ্টোতে অর্থ প্রদান করেছেন। আর্টনেট ডট কম জানায়, কলা পচে গেলে এটিকে বদলে নেয়ার দায়িত্ব হবে ক্রেতার।

সোথবিজকে দেয়া এক বিবৃতিতে সান বলেন, “এটি শুধু একটি শিল্পকর্ম নয়। এটি একটি সাংস্কৃতিক ঘটনাকে প্রতিনিধিত্ব করে যা শিল্প, মিমস এবং ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের জগতের মধ্যে মেলবন্ধন তৈরি করে। আমার বিশ্বাস, এই শিল্পকর্ম ভবিষ্যতে আরও চিন্তা ও আলোচনাকে অনুপ্রাণিত করবে এবং ইতিহাসের অংশ হয়ে উঠবে।”

ক্যাটেলান অন্যান্য সাহসী কাজের জন্য পরিচিত যেমন সোনালি টয়লেট এবং উল্কাপিণ্ড দ্বারা আঘাতপ্রাপ্ত পোপের ভাস্কর্য।

শিল্প বিশেষজ্ঞরা কাজটি সম্পর্কে সোথবিজের একটি ভিডিওতে বলেন, এটি হাস্য রসাত্মক, অযৌক্তিক এবং শিল্পের বাজারের আধিক্যের প্রতীক; এটিকে ব্যাঙ্কসির কাজ “গার্ল উইথ বেলুন” এর সাথে তুলনা করেছেন যেটি ২০১৮ সালে লন্ডনে সোথবিজের নিলামের সময় ছিন্নভিন্ন করা হয়।

XS
SM
MD
LG