রিও ডি জেনেইরোতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের স্বাগত জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা। সোমবার, ১৮ নভেম্বর।
এই সম্মেলনে নেতারা বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে, প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে যে সব বদল (শুল্ক থেকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে সমঝোতার মাধ্যমে সমাধান বের করার প্রতিশ্রুতি ইত্যাদি) আনবেন বলে অঙ্গীকার করেছেন তা নিয়েই বেশি আলোচনা হবে। বাকি আলোচনা এর তলায় ঢাকা পড়ে যাবে। (রয়টার্স)