ত্রিপক্ষীয় চুক্তির পর প্রথমবারের মতো নেপালে উৎপাদিত বিদ্যুৎ ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে পৌঁছাবে।
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান, ভারতের হরিয়ানার বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল খাট্টার এবং নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাদকা যৌথভাবে আঞ্চলিক জ্বালানি সহযোগিতার ঐতিহাসিক মাইলফলকের উদ্বোধন করেন।
এই যুগান্তকারী উন্নয়ন উপআঞ্চলিক যোগাযোগ জোরদার করেছে এবং দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ খাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উপ-আঞ্চলিক জ্বালানি সংযোগের তাৎপর্য তুলে ধরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।