কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট- সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোডি গিনসবার্গ সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের কাছে এক চিঠিতে বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।
সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা লিখেছেন, "বাংলাদেশের সংবিধান এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদে যেসব মৌলিক অধিকার রয়েছে, সেগুলো রক্ষায় বাংলাদেশ যেন পদক্ষেপ নেয়, সে জন্য আপনার নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি।"
সাইবার নিরাপত্তা আইনের যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে সিপিজে। একই সাথে দণ্ডবিধির আওতাধীন মানহানি–সংক্রান্ত ফৌজদারি অপরাধ ও ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো আইনগুলো বাতিল করার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট।
ঢাকাভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান গভর্ন্যান্স স্টাডিজের তথ্যমতে, যারা ডিজিটাল নিরাপত্তা আইনের সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন, তাঁদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাংবাদিকেরা। এই আইনে সংবাদমাধ্যমের সদস্যদের বিরুদ্ধে ৪০০–এর বেশি মামলা করা হয়েছে।
এছাড়া কারাগারে থাকা কথিত 'আওয়ামী লীগ সমর্থক' চার সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের ক্ষেত্রে যেন যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, তারা যেন সুষ্ঠু বিচার পান, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সিপিজে।
এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ঘটা সহিংসতার ঘটনাগুলো যথাযথভাবে তদন্ত করার কথাও বলছে সিপিজে।