অ্যাকসেসিবিলিটি লিংক

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ


 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন FB Page
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন FB Page

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রবিবার (১০ই নভেম্বর) চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও তিনজন শপথ নিয়েছেন।

এদের মধ্যে শেখ বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ও প্রতিবাদ করা হচ্ছে।

সোমবার (১১ই নভেম্বর) বিক্ষোভ সমাবেশে সংগঠনটি জানায়, উপদেষ্টা নিয়োগের এই সিদ্ধান্ত ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমার চাই আপনারা অতি দ্রততম সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকদের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা মেনে নেয়া হবে না।"

ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া একটি পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার 'আওয়ামী সুবিধাভোগীদের' উপদেষ্টা হিসেবে নিয়োগ ও 'ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের' প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সভা করেছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র-জনতা নামের একটি সংগঠন।

XS
SM
MD
LG