অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন ট্রাম্পের জয়কে ‘ন্যায্য’ ও ‘স্বচ্ছ’ বললেন


ওয়াশিংটনের হোয়াইট হাউসের রোজ গার্ডেনে হেঁটে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নভেম্বর ৭,২০২৪।
ওয়াশিংটনের হোয়াইট হাউসের রোজ গার্ডেনে হেঁটে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নভেম্বর ৭,২০২৪।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বৃহস্পতিবার ঘোষণা করেন, এক মেয়াদ বিরতির পর দ্বিতীয় চার বছরের মেয়াদে হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের নির্বাচন ‘ন্যায্য’ ও ‘স্বচ্ছ’ হয়েছে এবং ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে।

রোজ গার্ডেনে হোয়াইট হাউসের কয়েক ডজন সহযোগীর সাথে কথা বলার সময় বাইডেন বলেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পরাজিত করেছেন বলে তিনি মেনে নিয়েছেন।

বাইডেন বলেন, “জনগণের ইচ্ছা সবসময়ই জয়ী হয়। যেমনটি আমি অনেকবার বলেছি, আপনি যখন জিতবেন শুধু তখনই দেশকে ভালোবাসবেন তা হয় না। এবং শুধু একমত হলেই আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন- তাও হয় না।”

বাইডেন বলেন, “আমরা এই লড়াইয়ে হেরে গেছি। বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেয়া ক্ষমার অযোগ্য। আমরা ঠিক হয়ে যাচ্ছি, তবে আমাদের ব্যস্ত থাকতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। আর সর্বোপরি আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে।”

(FILES) Tesla CEO Elon Musk (R) speaks on stage as he joins former US President and Republican presidential candidate Donald Trump during a campaign rally at site of his first assassination attempt in Butler, Pennsylvania on October 5, 2024.
নির্বাচনী প্রচারণার মঞ্চে ডনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্ক, পেনসিলভানিয়া, ৫ অক্টোবর, ২০২৪।

গুরুত্বপূর্ণ পদে নিয়োগ

এদিকে ট্রাম্প তার নতুন হোয়াইট হাউস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য দ্রুত অগ্রসর হচ্ছেন এবং কয়েকদিনের মধ্যেই কিছু পছন্দের নাম ঘোষণা করতে পারেন।

তিনি তার বিকল্পগুলো নিয়ে সহযোগীদের সঙ্গে সলাপরামর্শ করার জন্য ফ্লোরিডায় সমুদ্রতীরবর্তী তার অবকাশযাপন স্থল মার-এ-লাগোতে সমবেত হয়েছেন।

নির্বাচনের আগেও ট্রানজিশন চিফ হাওয়ার্ড লুটনিক এবং লিন্ডা ম্যাকমাহন হোয়াইট হাউসে বা সরকারের মন্ত্রিপরিষদ পর্যায়ের বিভাগ এবং অন্যান্য সংস্থার প্রধান হওয়ার জন্য শীর্ষ পদের জন্য কিছু সম্ভাব্য প্রার্থীর সাথে সাক্ষাৎ করেছিলেন।

ট্রাম্প বিশ্বের শীর্ষ ধনী টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নাম ঘোষণা করতে পারেন। তিনি ট্রাম্পের কট্টর সমর্থক এবং নির্বাচনী প্রচার অভিযানের দাতা। তাকে ট্রাম্প, সরকারের অদক্ষতা খুঁজে বের করতে এবং অতিরিক্ত ব্যয় কমাতে নতুন পদে বসাতে পারেন।

ওয়াল স্ট্রিটের বেশ কয়েকজন অর্থলগ্নিকারী শীর্ষ স্তরের অর্থনৈতিক পদের জন্য বিবেচনাধীন রয়েছেন। ট্রাম্পের সহযোগীরা বলছেন, কিছু রিপাবলিকান সেনেটরকে মন্ত্রিপরিষদ-স্তরের দপ্তরগুলোর প্রধান হিসেবে নেওয়া যেতে পারে।

ভয়েস অফ আমেরিকার জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ শেল্ডিন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।

XS
SM
MD
LG