অ্যাকসেসিবিলিটি লিংক

বিজয় ঘোষণা করলেন ডনাল্ড ট্রাম্প

২২:০৬ ৫.১১.২০২৪

অন্যান্য কী নির্বাচন হচ্ছে?

পেনসিলভানিয়ায় ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। মঙ্গলবার, ৫ জুন।
পেনসিলভানিয়ায় ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। মঙ্গলবার, ৫ জুন।

• প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি, নিম্নকক্ষ প্রতিনিধি সভার ৪৩৫ আসন ও উচ্চকক্ষ সিনেটের ৩৪ আসনে নির্বাচন হচ্ছে।

• ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ১১টিতে নতুন গভর্নর পদে নির্বাচন হচ্ছে।

• সব মিলিয়ে এ বছর পাঁচ হাজারেরও বেশি স্থানীয়, অঙ্গরাজ্য পর্যায়ের ও কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এসব নির্বাচনের পাশাপাশি অনেক অঙ্গরাজ্যে রেফারেন্ডাম ভোটও হচ্ছে। এসব ক্ষেত্রে ব্যালটের মাধ্যমে গর্ভপাত আইন থেকে শুরু করে কর নীতিমালা, মারিজুয়ানার ব্যবহারসহ আরও বিভিন্ন বিষয়ে ভোটাররা সিদ্ধান্ত নেবেন।

২১:০৭ ৫.১১.২০২৪

প্রেসিডেন্ট পদপ্রার্থী কারা?

ফাইল ছবিঃ ডনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস
ফাইল ছবিঃ ডনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস

কমালা হ্যারিস

ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

৬০ বছর বয়সী হ্যারিস বিজয়ী হলে তিনি প্রথম নারী, প্রথম অশ্বেতাঙ্গ নারী ও প্রথম এশীয় নারী হিসেবে প্রেসিডেন্ট হবেন।

ডনাল্ড ট্রাম্প

রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রেসিডেন্ট-এর দায়িত্ব পালন করেছেন।

ট্রাম্পের বয়স এখন ৭৮। তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট প্রার্থী। বিজয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বজ্যেষ্ঠ প্রেসিডেন্ট।

তৃতীয় দল ও স্বতন্ত্র প্রার্থী

বেশিরভাগ অঙ্গরাজ্যে চারটি ছোট দল বা স্বতন্ত্র প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। তারা হলেন:

· জিল স্টেইন (গ্রিন পার্টি)

· চেইস অলিভার (লিবারটারিয়ান পার্টি)

· রবার্ট এফ. কেনেডি জুনিয়র (স্বতন্ত্র, নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও এখনো বেশিরভাগ অঙ্গরাজ্যের ব্যালটে তার নাম রয়েছে)

· করনেল ওয়েস্ট (স্বতন্ত্র)

১৯:৪৯ ৫.১১.২০২৪

নির্বাচনে কে ভোট দিতে পারেন?

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে শুধু দেশটির নাগরিকরা ভোট দিতে পারেন। তাদের বয়স নির্বাচনের দিন বা তার আগেই ১৮ হতে হবে। পাশাপাশি, আবাসন সংক্রান্ত কিছু শর্ত মানতে হবে, যা একেক অঙ্গরাজ্যে একেক রকম।

চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৮ কোটি ৬০ লাখ আমেরিকান ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। অর্থাৎ, ভোট দেওয়ার বয়স হয়েছে এমন প্রতি ১০ আমেরিকানের মধ্যে ৮ জনই নিবন্ধন করেছেন।

২০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে ভোটের দিনও নিবন্ধন করা যায়।

১৯:৩৪ ৫.১১.২০২৪

সাতটি অঙ্গরাজ্য কেন গুরুত্বপূর্ণ

জরিপগুলিতে দেখা গেছে, হ্যারিস বা ট্রাম্প ৪৩টি রাজ্যে যেগুলো ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাট বা রিপাবলিকান সেখানে যথেষ্ট এগিয়ে আছেন, যার ফলে তারা ২০০ বা তার বেশি ইলেক্টোরাল ভোট পাওয়ার জন্য যথেষ্ট।

এই রাজ্যগুলির কোনটাতে (যেখানে তাদের জয় পাওয়ার কথা) যদি কেউ হেরে যান তাহলে বাকি সাতটি রাজ্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই অঙ্গরাজ্যগুলোতে হ্যারিস এবং ট্রাম্প উভয়েই ঘন ঘন সমাবেশ করেছেন। পেনসিলভানিয়ায় আগেরদিন সোমবার তারা দুজনই সমাবেশ করেছেন।

এবিসি নিউজ-এর পোলে দেখা গেছে এই সাতটি রাজ্যের মধ্যে পাঁচটিতে ট্রাম্প জয়ী হতে যাচ্ছেন, কিন্তু ওয়াশিংটন পোস্ট বলছে তাদের সমষ্টিগত জরিপে হ্যারিস চারটিতে এগিয়ে রয়েছেন। নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প চারটিতে এগিয়ে আছেন, হ্যারিস দুইটিতে এবং পেনসিলভেনিয়ায় তারা সমান সমান।

আরও লোড করুন

XS
SM
MD
LG