অ্যাকসেসিবিলিটি লিংক

হিন্দুদের নিয়ে ট্রাম্পের মন্তব্যকে 'নির্বাচনী প্রচারণা' বলে বর্ণনা করলেন ধর্ম উপদেষ্টা


ডোনাল্ড ট্রাম্প (এপি ফাইল ছবি)
ডোনাল্ড ট্রাম্প (এপি ফাইল ছবি)

বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারের শিকার হচ্ছেন বলে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে “অযৌক্তিক” বলে বর্ণনা করছেন।

"বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদে আছে,” অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন রবিবার (৩ নভেম্বর) সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন।

খালিদ হোসেন বলেন, হিন্দু সনাতনী ধর্মের অনুসারীরা বাংলাদশে “অত্যন্ত নিরাপদে আছেন।” তিনি দাবী করেন ট্রাম্প তাঁর নির্বাচনী কৌশল হিসেবে এই মন্তব্য করেছেন।

"মি. ট্রাম্প যে কথা বলেছেন হয়তো কিছু ভোট কালেকশনের জন্য এই কথা বলেছেন, নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে তিনি এ কথা বলেছেন, আমরা তার এ কথার সঙ্গে ঐক্যমত্য পোষণ করি না," ধর্ম উপদেষ্টা বলেন।

যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের বিরুদ্ধে লড়াই করছেন।

ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম এক্স ও ট্রুথ সোশ্যাল-এ অক্টোবর ৩১-এ এক পোস্টে লেখেন, "আমি হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই যারা বাংলাদেশে মব দ্বারা আক্রমণ ও লুটপাটের শিকার হচ্ছে, দেশটি সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।"

তিনি পোস্টে হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় বাইডেন-হ্যারিস প্রশাসনের সমালোচনা করেন।

ইউনূস-ব্লিংকেন বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ২৬ সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক বিরতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

ঐ সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, দুই নেতা সংবাদমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতি রোধ, শ্রম অধিকারের প্রতি সম্মান এবং রোহিঙ্গা শরণার্থী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ বাংলাদেশের সকলের জন্য মানবাধিকার সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

রবিবার সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা দাবি করেন, তাদের (হিন্দু ধর্মাবলম্বী) ধর্ম চর্চার ক্ষেত্রে কোনও ধরনের বাঁধা নেই, সাম্প্রতিক সময়ে দুর্গাপুজা ও জন্মাষ্টমীর সময়ে বাংলাদেশ সরকার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রসঙ্গে বলেন, "আমরা অস্বীকার করছি না যে কিছু ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা ঘটেনি।"

তবে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন তিনি, একই সাথে এসব ঘটনার উপস্থাপনকে অতিরঞ্জিত মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)

XS
SM
MD
LG