ইউক্রেনের রাজধানী কিয়েভের বিরুদ্ধে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সকালেও চলতে থাকে এই হামলা। শনিবার নগর কর্মকর্তারা বলছেন, হামলায় অন্তত এক ব্যক্তি আহত হয়েছেন।
ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ছয়টি সিটি ডিসট্রিক্টে পড়েছে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুনের সূত্রপাত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসক সেরহি পপকো এই তথ্য জানান।
এর আগে মেয়র ভিতালি ক্লিৎশকো জানিয়েছিলেন, দুই ব্যক্তি আহত হয়েছেন।
পপকো সামাজিক মাধ্যমে জানান, “আরেকটি রাত। আরও একবার আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেনের শব্দ। আরেকটি ড্রোন হামলা। রুশ প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী আবারও তাদের পুরনো ও চিরচেনা কৌশল অবলম্বন করে কিয়েভের বিরুদ্ধে হামলা চালিয়েছে।”
তিনি বলছেন, কিয়েভে হামলার উদ্দেশ্যে পাঠানো সবগুলো ড্রোনই ভূপাতিত করা হয়েছে। তবে তিনি সতর্ক করেন, রাজধানীর বাইরের আকাশসীমায় অবস্থানরত অন্যান্য ড্রোনগুলোকে কিয়েভের দিকে পাঠানো হতে পারে।
রয়টার্সের সংবাদদাতারা শহরের ভেতরে ও আশেপাশে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেন। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলমান হামলার পুরোটা সময়জুড়ে আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানো হচ্ছিল।
২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়া তাদের প্রতিবেশী দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এরপর থেকেই যুদ্ধক্ষেত্রের পেছনে অবস্থিত ইউক্রেনের শহরগুলোতে নিয়মিত আকাশ পথে হামলা চালিয়ে গেছে রাশিয়া।
শুক্রবার কিয়েভের সামরিক বাহিনী বলেছে, মস্কোর বাহিনী শুধু অক্টোবর মাসেই ইউক্রেনের বিভিন্ন অংশে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দুই হাজারেরও বেশি ড্রোন পাঠিয়েছে।
রাশিয়া বেসামরিক মানুষ লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, লক্ষ্যবস্তু হিসাবে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বৈধ, কারণ এগুলো ইউক্রেনের সামরিক অবকাঠামোর অংশ।