উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী তাঁর মস্কো সফরের সময়ে এই প্রত্যয় প্রকাশ করেন যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে “তার বিজয় অর্জন না করা পর্যন্ত”তারা রাশিয়াকে সমর্থন করে যাবে। খবরে বলা হচ্ছে যে উত্তর কোরিয়ার প্রায় ৮,০০০ সৈন্য রুশ সৈন্যদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যোগ দিতে প্রস্তুত হয়ে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠেক করেছেন। বৈঠকের পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁরা উভয়ই এ দুটি দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রাকে প্রশংসা করেন।
উত্তর কোরিয়ার এই শীর্ষ কূটনীতিক সামরিক বাহিনী গড়ে তোলার এবং যুদ্ধে উস্কানি দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি দোষারোপ করেন এবং “যুক্তরাষ্ট্র ও পশ্চিমের আধিপত্যবাদী চর্চার” অবসান ঘটাতে “এবং একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে” রাশিয়ার প ্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক কওরীয় প্রজাতন্ত্রের অবিচর বিশ্বাস রয়েছে যে রায়িা বিজয় অর্জন করবে এবং বলেন সে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তাঁর দেশ রুশদের সঙ্গে দাঁড়াবে।
রাশিয়া তার কোরীয় বন্ধুদের এবং “ ইউক্রেনে যে ঘটনা ঘটছে” তার জন্য তাদের “নীতিগত” অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং “ দু দেশের সামরকি বাহিনীর মধ্যে যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে” তার প্রশংসা করেন।
তাঁদের কেউই অবশ্য ওই অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি।
শুক্রবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন ম নে করা হচ্ছে কমপক্ষে ১০,০০০ উত্তর কোরীয় সৈন্য ওই অঞ্চলে মোতায়েন করা হবে। তাদের মধ্যে ৮০০০ সৈন্য ইতোমধ্যেই রুশ শাসিত কুরস্ক অঞ্চলে পৌঁছে গেছে।
ওই একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন যুক্তরাষ্ট্র মনে করছে আগামি দিনগুলিতে উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিবে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তার পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার পর থেকে ইউক্রেনে ৫ লক্ষেরও বেশি রুশ সেনা হতাহত হয়েছে। তারা আরও বলেন রাশিয়া এখন তার সৈন্যকে চাঙ্গা করতে ফালতু রাষ্ট্র উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনকে আরও সাড়ে ৪২ কোটি ডলারের স হায়তা প্রদানের কথা প্রদানের ঘোষণা করে। এটি হচ্ছে ২০২১ সালের আগস্ট থেকে প্রতিরক্ষা দপ্তরের মওজুদ থেকে ৬৯ তম বারের মতো সাজসরঞ্জাম সরবরাহ।
এক বিবৃতিতে প্রতিরক্ষা দপ্তর বলেছে যে এই থোক প্রতিরক্ষা সহায়তা আকাশ প্রতিরক্ষার জন্য প্রতিবন্ধকতা দানকারী যন্ত্রপাতি, রকেট ব্যবস্থার সাজসরঞ্জাম এবং সাঁজোয়া যানবাহন ও ট্যাংক বিধ্বংসী অস্ত্রশস্ত্রসহ জরুরি নিরাপত্তা প্রয়োজন মেটাতে ইউক্রেনকে সাহায্য করবে।
বিবৃতিতে বলা হয়েছে যে ইউক্রেনের প্রতিরক্ষা মিত্রদের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রায় ৫০ টি মিত্র ও সহযোগীদের নিয়ে কাজ করবে যাতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের জরুরি প্রয়োজন মেটানো যায় এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থআ জোরালো করা যায়।
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স, এপি ও এএফপি থেকে পাওয়া ।