২৯ অক্টোবর মঙ্গলবার ভারতীয় পুলিশ একটি মন্দিরে আতশবাজি প্রদর্শনীর ভয়াবহ বিস্ফোরণের পরে দুজনকে গ্রেপ্তার করেছে, প্রায় দুই শতাধিক মানুষ হাসপাতালে রয়েছে, আটজনের অবস্থা গুরুতর।
সোমবার সন্ধ্যায় ভারতের দক্ষিনাঞ্চলীয় রাজ্য কেরালায় নীলেশ্বরমের একটি হিন্দু মন্দিরের আশেপাশে আতশবাজি দেখতে শত শত মানুষ জড়ো হন।
তারপর আগুনের শক্তিশালী গোলা আকাশে উঁচুতে ওঠার আগে একটি ভবনের ভেতর থেকে পট পট শব্দ শোনা যায়।
কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনে ভীড়ের মধ্যে থাকা লোকজনের মুখ আর হাত পুড়ে গেছে।
স্থানীয় একজন সরকারি কর্মকর্তা জানান, আতশবাজি প্রদর্শনের কোনো অনুমতি দেয়া হয়নি। (এএফপি)