অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৬০ জন নিহত, বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা


উত্তর গাজার বেইত লাহিয়ায় ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপ থেকে মরদেহ সরাচ্ছেন স্বেচ্ছাসেবকরা (২৯ অক্টোবর, ২০২৪)  
উত্তর গাজার বেইত লাহিয়ায় ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপ থেকে মরদেহ সরাচ্ছেন স্বেচ্ছাসেবকরা (২৯ অক্টোবর, ২০২৪)  

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার উত্তর গাজার একটি পাঁচতলা আবাসিক ভবনে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বেইত লাহিয়া এলাকাতে এই হামলা হয়েছে। হামলার পর অপর ১৭ ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের মূল ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েলি পার্লামেন্ট আইন পাসের সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

আগামী ৯০ দিনের মধ্যে আইনটি কার্যকর হবে। গুতেরেস বলছেন, এতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য “ভয়াবহ পরিণাম” নেমে আসতে পারে।

সোমবার দিনের শেষভাগে দেওয়া বিবৃতিতে গুতেরেস আন্তর্জাতিক মানবিক আইন ও জাতীয় আইন অনুযায়ী ইসরায়েলের দায়বদ্ধতা পূরণের আহ্বান জানিয়ে বলেন, “এসব দায়বদ্ধতা পরিবর্তনযোগ্য নয়”।

“এসব আইন বাস্তবায়নের ফলে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নিরসনের উদ্যোগে এবং সার্বিকভাবে, এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, ইউএনআরডব্লিউএ অবিচ্ছেদ্য একটি সংস্থা”, বলেন গুতেরেস।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে হামাসের জঙ্গিরা ১,২০০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে হত্যা করে এবং আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে। এ ঘটনার পরই এ অঞ্চলে সর্বশেষ সংঘাতের সূত্রপাত ঘটে। ইসরায়েল জানিয়েছে, তাদের ধারণা মতে এখনো হামাসের হাতে ১০১ জন জিম্মি আটক রয়েছে। সামরিক বাহিনী বলছে, এই ১০১ জনের মধ্যে ৩৫ জন ইতোমধ্যে নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলার প্রতিশোধে ইসরায়েলের পাল্টা হামলায় এ অঞ্চলে ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল বলছে, নিহতদের মধ্যে হাজার হাজার জঙ্গি সদস্য রয়েছে। ইসরায়েলের এই অভিযানে গাজা ভূখণ্ডের বেশিরভাগ অংশ ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে গেছে। অপরদিকে, লড়াই ও ইসরায়েলের সুনির্দিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশের ফলস্বরূপ গাজার ২৩ লাখ অধিবাসীর প্রায় ৯০ শতাংশই বাস্তুচ্যুত হয়েছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদন তৈরিতে অবদান রেখেছেন ভয়েস অফ আমেরিকার জাতিসংঘ সংবাদদাতা মার্গারেট বেশির। কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG