অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার হামলায় ৫ জন নিহত


২০২৪ সালের ২৫ অক্টোবর ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় সোলোমিয়ানস্কি জেলার কিয়েভে একটি বহুতল আবাসিক ভবনে যেখানে রাশিয়ার একটি ড্রোন আঘাত করেছিল তার কাছে একটি অ্যাম্বুলেন্সে একজন আহত নারীকে নিয়ে যাওয়া হচ্ছে। ২৫ অক্টোবর, ২০২৪।
২০২৪ সালের ২৫ অক্টোবর ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় সোলোমিয়ানস্কি জেলার কিয়েভে একটি বহুতল আবাসিক ভবনে যেখানে রাশিয়ার একটি ড্রোন আঘাত করেছিল তার কাছে একটি অ্যাম্বুলেন্সে একজন আহত নারীকে নিয়ে যাওয়া হচ্ছে। ২৫ অক্টোবর, ২০২৪।

ইউক্রেনের ডিনিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একজন শিশুসহ তিনজন নিহত হয়েছে এবং কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে হামলায় একজন কিশোর ও অন্য আরেকজন নিহত হয়েছে।

মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গেই লাইসাক জানান, ডিনিপ্রোতে রাতভর হামলায় ১৯ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, একটি দ্বিতল আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে।

লাইসাকের পাঠানো ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীদের কাজ করতে দেখা গেছে,অন্যটিতে মনে হচ্ছে হাসপাতালের একটি কক্ষের জানালা উড়ে যেতে দেখা গেছে।

লাইসাক বলেন, “ডিনিপ্রোতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন, যাদের মধ্যে চারজন শিশু। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

রাজধানী কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে রাতে পৃথক এক ড্রোন হামলায় এক কিশোরীসহ দুজন নিহত হয়েছেন বলে আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছেন।

রাশিয়ার আগ্রাসনের সময় কিয়েভসহ ইউক্রেনের শহরগুলো প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

মস্কো জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করায় কিয়েভ তার মিত্রদের কাছ থেকে, আসন্ন মারাত্মক শীতের আগে, আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে।

XS
SM
MD
LG