অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে

ঢাকায় শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতের বিক্ষোভের পর বঙ্গভবনের সামনে পাহারা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রয়টার্স/ ২৩ অক্টোবর, ২০২৪।

-বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে বঙ্গভবনের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রবেশের চেষ্টার ঘটনা ও পুলিশ সদস্যদের ওপর হামলার পর বুধবার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের সামনের রাস্তায় বসানো হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। চার স্তরের বেষ্টনীর পাশাপাশি রাখা হয়েছে ব্যারিকেড ও তিন স্তরের কাঁটাতারের বেড়াও।

সকাল থেকে বঙ্গভবনের চারদিকে নিরাপত্তা জোরদারের পর সেখানে আন্দোলনকারীদের তেমন কোনো জমায়েত দেখা যায়নি। তবে বিক্ষিপ্তভাবে জড়ো হওয়ার চেষ্টা করছেন তারা।

বঙ্গভবনের প্রধান ফটকের সামনে সশস্ত্র অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক এপিবিএন, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী সদস্য। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, জলকামানসহ রায়ট কারও।


XS
SM
MD
LG