বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রবোও সুবিয়ান্তো। রবিবার, ২০ অক্টোবর, ২০২৪।
বৃহস্পতিবার সুবিয়ান্তোর ৭৩ বছর বয়স পূর্ণ হয়। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং বর্তমান প্রেসিডেন্ট সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার সামরিক স্বৈরশাসনের অন্ধকার যুগে অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।
আইনপ্রণেতা ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরানে হাত রেখে শপথ গ্রহণ করেন তিনি।
সুবিয়ান্তোর পাশাপাশি নতুন ভাইস প্রেসিডেন্ট জিব্রান রাকাবুমিং রাকা শপথ গ্রহণ করেন। ৩৭ বছর বয়সী রাকা হলেন বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইডোডোর ছেলে এবং সুরাকার্তার প্রাক্তন মেয়র।
সুবিয়ান্তো এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি পরিচালনা করবেন। ইন্দোনেশিয়ার ২৮২ মিলিয়ন জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই মুসলমান।