অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে জি-সেভেন প্রতিরক্ষা শীর্ষ সম্মেলন শুরু


 ইতালির নেপলস’এ জি-সেভেন প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক।
ইতালির নেপলস’এ জি-সেভেন প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক।

জি৭ সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রীরা শনিবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইউক্রেনের উপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এই আলোচনা শুরু করেছেন। ইউক্রেনের যুদ্ধটি আরও একটি শীতকালে এসে গড়িয়েছে।

গ্রুপ অফ সেভেন-এর সাতটি দেশের মধ্যে পালাবদলে এখন ইতালি সভাপতিত্বের দায়িত্ব পালন করছে। তারা দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে প্রতিরক্ষার জন্য নিবেদিত সংস্থার প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করে। নেপলসে নেটোর একটি ঘাঁটিও রয়েছে।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রসেইতো নেটো প্রধান মার্ক রুট এবং ইইউ এর পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল সহ উপস্থিত প্রত্যেককে স্বাগত জানান।

ক্রসেইতো সম্মেলনটি উদ্বোধন করার সময় বলেন, "আমি বিশ্বাস করি, আমাদের আজকের উপস্থিতি... যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাদের জন্য একটি শক্তিশালী বার্তা পাঠাবে।"

তিনি বলেন, "ইউক্রেনে রাশিয়ার নৃশংস আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যের বাস্তব সংকটময় পরিস্থিতি, সেই সাথে সাব-সাহারান আফ্রিকার মধ্যে গভীর অস্থিতিশীলতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা একটি নেতিবাচক অদূর ভবিষ্যতের জন্য পূর্বাভাস সহ একটি অবনতিশীল নিরাপত্তা কাঠামো তুলে ধরে।"

ক্রসেইতো একদিন আগে ব্রাসেলসে বলেন, "একদিনের শীর্ষ সম্মেলনের সময় ক্রমবর্ধমান মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য "যথেষ্ট জায়গা" দেওয়া হবে।"

এছাড়াও শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে ইউক্রেনের যুদ্ধ, আফ্রিকার উন্নয়ন ও নিরাপত্তা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি।

মধ্যপ্রাচ্য

ইসরায়েল হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার ঘোষণার দুই দিন পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিনওয়ার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামলার পরিকল্পনাকারী। এ হামলার ফলে গাজায় ধ্বংসাত্মক প্রতিশোধমূলক যুদ্ধের সূত্রপাত ঘটে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে সিনওয়ারের মৃত্যু হামাসের বিরুদ্ধে যুদ্ধ "শেষের সূচনার" সংকেত দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই ঘটনা "শান্তি প্রতিষ্ঠার পথ" খুলে দিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুক্রবার লেবাননে ছিলেন। ইসরায়েল লেবাননেও হামাসের মিত্র হিজবুল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত।

মেলোনি বৈরুতে বক্তৃতা করার সময় লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলাকে "অগ্রহণযোগ্য" বলে নিন্দা করেন। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী তাদের অবস্থানকে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে ইতালির প্রায় ১,০০০ জন সৈন্য রয়েছে। এই বাহিনীতে ৫০ টিরও বেশি দেশের সৈন্য রয়েছে।

ইউক্রেন

ইউক্রেনের বিষয়ে, মন্ত্রীরা কিয়েভের যুদ্ধ তৃতীয় শীতে প্রবেশ করা, পূর্বদিকে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি এবং ডনাল্ড ট্রাম্প আগামী মাসে হোয়াইট হাউসে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা হ্রাসের সম্ভাবনার প্রতি আলোকপাত করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী কৌশল তৈরি করার জন্য পশ্চিমা মিত্রদের থেকে চাপের মুখে রয়েছেন। তিনি বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করেন।

এর প্রধান বিষয় হল অবিলম্বে নেটো সদস্যপদ পাওয়ার আহ্বান। কিন্তু, জোটটির সদস্যরা তা অসম্ভাব্য বলে মনে করেন।

এ পরিকল্পনায় দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ব্যবস্থা এবং ইউক্রেনের অঞ্চলে একটি অনির্ধারিত "অপারমাণবিক কৌশলগত প্রতিরোধ প্যাকেজ" দাবি করা হয়।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধকে সমর্থন করার জন্য বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করছে এমন প্রতিবেদনও আলোচনার অধীনে থাকবে।

শুক্রবার রুট বলেন, নেটো এখনও এরকম কোনও গোয়েন্দা তথ্য নিশ্চিত করতে সক্ষম হয়নি।

XS
SM
MD
LG