অ্যাকসেসিবিলিটি লিংক

সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা


বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান

আইনগত জটিলতা ও অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির মাঝে নিজ ভূমিতে টেস্ট খেলে সাকিব আল হাসান বিদায় নিতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে সংশয়ের মধ্যে তাঁকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বুধবার (১৬ অক্টোবর) ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খালেদ আহমেদ ছাড়া সর্বশেষ ভারত সফরের স্কোয়াডের সবাইকে দলে রাখা হয়েছে।

ভারত সফর চলাকালেই সংবাদ সম্মেলন করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন সাকিব। সে সময় তিনি জানিয়েছিলেন, সরকার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে জরিমানার মুখেও পড়তে হয়েছে এই অলরাউন্ডারকে। ফলে তাঁর দেশে ফেরা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিলই।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন আদালতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী এবং সাংবাদিক ও সাহিত্যিকসহ শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর বেশির ভাগই খুনসংক্রান্ত।

ব্যাপক হারে খুনের মামলা এবং তার ভিত্তিতে গ্রেফতার ও পুলিশ রিমান্ড মঞ্জুর করা নিয়ে আইনজীবী ও সাংবাদিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ১৬ সেপ্টেম্বর আশ্বাস দেন যে, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না।

এদিকে রবিবার (১৩ অক্টোবর) সাকিবকে দেশে ফেরাতে সবরকম নিরাপত্তা দেওয়ার কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। সাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে যারা বিক্ষোভ করছেন, তাদের ক্ষোভকে তিনি ‘আবেগের বহিঃপ্রকাশ’ হিসেবে বর্ণনা করেন। এর তিন দিনের মাথায় মিরপুর টেস্টের জন্য সাকিবকে নিয়েই স্কোয়াড ঘোষণা করল বিসিবি।

মিরপুরে ২১ অক্টোবর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট সিরিজের প্রথমটি। বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। এ ছাড়া, চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হতে বুধবার ঢাকায় এসেছেন টাইগারদের নতুন কোচ ফিল সিমন্সও।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

XS
SM
MD
LG