অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় মশক নিধন কর্মসূচি

ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঢাকা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কর্মীরা ঢাকার বিভিন্ন স্থানে মশক নিধন স্প্রে ছড়াচ্ছেন।

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ২০১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫০ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৮ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪০ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী।

ঢাকা, বাংলাদেশ, ১৪ অক্টোবর, ২০২৪, রয়টার্স/মোহাম্মদ পনির হোসেন


XS
SM
MD
LG