অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহণকারী সর্বকনিষ্ঠ নেপালি কিশোরকে কাঠমান্ডুতে স্বাগত জানানো হয়

পর্বতারোহী নেপালি কিশোর নিমা রিঞ্জি শেরপা পৃথিবীর ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড ভেঙে কাঠমান্ডুতে ফেরায় উচ্ছ্বসিত বীরের স্বাগত পেলেন। সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪।

মাত্র ১৮ বছরের নিমা ৯ অক্টোবর ৮,০২৭ মিটার বা ২৬,৩৫৫ 2ফুট উঁচু শিশাপাংমার চূড়ায় পৌঁছে ইতিহাস তৈরি করেছিলেন।

ইন্টারন্যাশনাল মাউন্টেনিয়ারিং অ্যান্ড ক্লাইম্বিং ফেডারেশনের মতে, ৮,০০০ মিটারের উপরে ১৪টি শৃঙ্গের তালিকায় শিশাপাংমার সর্বশেষ ছিল।

এই ১৪টি সর্বোচ্চ চূড়া তাদের শক্তিশালী আরোহণের চ্যালেঞ্জ এবং চরম উচ্চতার জন্য পরিচিত।


XS
SM
MD
LG