অ্যাকসেসিবিলিটি লিংক

হারিকেন মিলটনে বিধ্বস্ত শহরের ক্ষয়ক্ষতি ঘুরে দেখছেন ফ্লোরিডার বাসিন্দারা

হারিকেন মিলটনের তাণ্ডবের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন ফ্লোরিডার বাসিন্দারা। এই হারিকেন উপকূলে আছড়ে পড়ায় ভারী বৃষ্টি, বন্যা ও ব্যাপক ঘূর্ণিঝড় সৃষ্টি করেছে এবং চরম বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়েছে। শুক্রবার, ১১ অক্টোবর।

হারিকেন মিলটনের (যা এখন একটি শক্তিশালী উত্তর-গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়) তাণ্ডবে ফ্লোরিডার মধ্য ও উত্তরাঞ্চলে মুষলধারায় বৃষ্টি ও প্রচন্ড বাতাস প্রবাহিত হয়েছে। আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হওয়ার আগে এই ঝড়ে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

একাধিক পরিষেবা সংস্থা সতর্ক করেছে, এই বিদ্যুৎবিহীন পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলতে পারে।

প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের পদক্ষেপ সম্পর্কে বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, “এটি সম্পূর্ণ পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় লাগবে।” (ভিওএ)


XS
SM
MD
LG