অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেনে মানবচূড়া তৈরির প্রতিযোগিতা

স্পেনের তারাগোনাতে গত সপ্তাহান্ত ধরে ২৯তম মানবচূড়া প্রতিযোগিতা চলাকালে শত শত মানুষ “ক্যাস্টেলস” বা মানবচূড়া গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছে।

সান্তা উরসুলা উৎসব উপলক্ষ্যে এই দৃষ্টিনন্দন খেলার আয়োজন করা হয়।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের ক্যাস্টেলসগুলি এই এলাকার অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ঐতিহ্য।

১৮ শতক থেকে এই ক্যাস্টেলস তৈরি প্রথা চলে আসছে এবং ক্যাতালোনিয়ায় উৎসব চলাকালে এটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ক্যাতালোনিয়াতে “কলেস” বা দলগুলি উচ্চতম ও সবচেয়ে জটিল স্তম্ভ বা চূড়া তৈরির জন্য প্রতিযোগিতা হয়ে থাকে। (এপি)


XS
SM
MD
LG