এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। বৃহস্পতিবার নোবেল কমিটি জানিয়েছে, “তার জোরালো ও তীক্ষ্ণ কাব্যিক গদ্য ইতিহাসের যন্ত্রণাময় বিষয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এবং মানবজীবনের ভঙ্গুরতার দিকটিকে উন্মোচিত করে” আর এই কারণেই তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সুইডিশ অ্যাকাডেমির নোবেল কমিটির স্থায়ী সেক্রেটারি ম্যাটস মাম স্টকহোমে এই পুরস্কারের কথা ঘোষণা করেছেন।
তেপ্পান্ন বছর বয়সী হান তার “দ্য ভেজিটারিয়ান” উপন্যাসের জন্য ২০১৬ সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেছিলেন। এই উপন্যাসে দেখানো হয়েছে, একজন নারী মাংস না খাওয়ার সিদ্ধান্ত নেন এবং তারপর তার কী ভয়াবহ পরিণতি হয়।
তার উপন্যাস “হিউম্যান অ্যাক্টস” ২০১৮ সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের চূড়ান্ত তালিকায় ছিল।
নোবেল নিয়ে সমালোচনা
সাহিত্যে নোবেল পুরস্কার সম্পর্কে দীর্ঘদিন ধরে সমালোচনা করা হয়েছে যে, তারাইউরোপীয় ও উত্তর আমেরিকার লেখকদের স্টাইল-প্রধান কিন্তু গল্পে হাল্কা গদ্যের দিকে বেশি মনোযোগ দেয়।
পাশাপাশি সমালোচকরা বলেন, এই পুরস্কারে পুরুষদের আধিপত্য রয়েছে। এ পর্যন্ত ১১৯ জন সাহিত্যে নোবেলজয়ীর মধ্যে মাত্র ১৭ জন নারী। শেষবারের মতো কোনও নারী এই পুরস্কার পেয়েছিলেন ২০২২ সালে এবং তিনি হলেন ফ্রান্সের অ্যানি এর্নো।
সোমবার থেকে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা শুরু হয়েছে। ছয়দিন ধরে এই প্রক্রিয়া চলবে। প্রথম দিন ঘোষণা করা হয়েছে আমেরিকান ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুভকিনের নাম। তারা এ বছর মেডিসিনে নোবেল পেয়েছেন।
মেশিন লার্নিং-এর (এমএল) দুই আদি জনক জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়ছেন।
বুধবার রসায়নে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। নভেল প্রোটিনকে বুঝতে, এমনকি তার নকশা তৈরি করতে শক্তিশালী কৌশল আবিষ্কারের জন্য তিনজনকে এ বছর রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে শুক্রবার এবং অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হবে ১৪ অক্টোবর।
নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ লক্ষ ডলার। এই পুরস্কারের সৃষ্টিকর্তা সুইডিশ উদ্ভাবক অ্যালফ্রেড নোবেলের দান করা সম্পত্তি থেকে এই অর্থ দেওয়া হয়। নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বরে এক অনুষ্ঠান আয়োজন করে নোবেলবিজয়ীদের পুরস্কার গ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়।