যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ দিকে ইসরায়েল গাজা ও লেবাননে তার সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েল মনে করে এ হচ্ছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ।
২১ আগস্টের পর এ ছিল তাদের মধ্যকার প্রথম ফোনালাপভ হোয়াইট হাউস বলছে এতে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও যোগ দেন।
ইসরায়েল ও ইরানের পক্ষের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এক বছর ব্যাপী সংঘাতের মারাত্মক ভাবে বৃদ্ধি পায় যখন ১ অক্টোবর ইরান ইসরায়েলের উপর প্রায় ২০০ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্সেপ করে। ইসরায়েল কী ভাবে এই হামলার পাল্টা জবাব দেবে সেটি ইসরায়েল বিবেচনা করে আসছিল।
বাইডেন বলেছেন ইরানের পরমাণু ক্ষেত্রগুলিতে তিনি ইসরায়েলি আক্রমণকে সমর্থন করবেন না।
এ দিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বুধবার বলেন যে গাজার উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে রাতভর ইসরায়েলি আক্রমণে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন।
গাজা ভূখন্ডের মধ্যাঞ্চলে নুসেইরাত ও বুরুইয়িজি শরণার্থী শিবিরগুলিতে এবং গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি আক্রমণ আঘাত হানে।
বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে হামাস জঙ্গিদের লক।স্য করে তারা গাজায় আকাশ ও স্থলে আক্রমণ চালিয়েছে।
জাতিসংঘ বলেছে যে এই লড়াই ও বার বার ফিলিস্তিনিদের সরে যাবার ইসরায়েলের নির্দেশের পর , ফিলিস্তিনি অসামরিক লোকজনের আর কোথাও যাবার জায়গা নেই।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক মাধ্যম এক্স ‘এ বলেছেন কম পক্ষে চার লক্ষ লোক গাজার উত্তরাঞ্চলে আটকা পড়ে আছে। লাজারিনি বলেন বহু লোক স্থান ত্যাগ করার নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছেন “ কারণ তারা জানেন তাদের জন্য গাজায় কোথাও নিরাপদ কোন স্থান নেই”। তিনি বলেন, “ মৌলিক কোন কিছুর সরবরাহ হচ্ছে না বলে, খাদ্যভাব গভীর ভাবে সর্বত্র ছড়িয়ে পড়ছে”।
বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হেজবুল্লাহ জঙ্গিদের লক্ষ্য করে নতুন করে বিমান ও স্থল অভিযান চালিয়েছে এবং জানিয়েছে যে মঙ্গল ও বুধবার লড়াইয়ে তাদের তিন জন সদস্য আহত হয়েছে।
হেজবুল্লাহ ইসরায়েলে গোলা নিক্ষেপ করলে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান আক্রমণের সাইরেন বেজে ওঠে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার বলেন যে তার দেশের সেনাবাহিনী হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে হত্যা করেছে। হাসান নাসরাল্লাহকে ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি আক্রমণে হত্যা করা হয়।
ভয়েস অফ আমেরিকার জাতিসংঘ সংবাদদাতা মার্গারেট বেশীর এবং ভিওএ ‘র প্রতিবেদক মোসগোভায়া এই প্রতিবেদনে অবদান রেখেছেন। কিছু তথ্য এসেছে এপি, এএফপি ও রয়টার্স থেকে।