বিজ্ঞানী ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। তারা প্রোটিনের গঠন নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পেয়েছেন বলে পুরস্কার প্রদানকারী সংস্থার পক্ষ থেকে বুধবার জানানো হয়।
রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস এই পুরস্কার দিয়ে থাকে। এটি বিজ্ঞান জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত। এর মূল্যমান ১১ লাখ ডলার।
অ্যাকাডেমি বলছে, “কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের” জন্য পুরস্কারের অর্ধেক বেকারকে দেওয়া হয়। অপরদিকে, “প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের” জন্য পুরস্কারের বাকি অর্ধেক হাসাবিস ও জাম্পারের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
ডিনামাইটের আবিষ্কারক ও ধনী ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইলে বর্ণিত শেষ ইচ্ছা অনুযায়ী এই পুরষ্কারের প্রবর্তন করা হয়। এই পুরস্কার শুধু তাদেরকেই দেওয়া হয়, যারা “এর আগের বছর মানবজাতির জন্য সবচেয়ে বড় উপকার বয়ে এনেছেন।”
গত বছর কোয়ান্টাম ডট নামের ক্ষুদ্রাতিক্ষুদ্র পরমাণু আবিষ্কারের জন্য রসায়নে নোবেল জেতেন মৌনগি বাওয়েনদি, লুইস ব্রাস ও আলেকসেই একিমভ। ফ্ল্যাট স্ক্রিন, এলইডি ল্যাম্প ও সার্জনদের টিউমারের ভেতর থাকা রক্ত কণিকা দেখতে সহায়তা করে এমন প্রযুক্তিতে এর বহুল ব্যবহার রয়েছে।
১০ ডিসেম্বর নগদ অর্থের পাশাপাশি বিজেতাদের হাতে একটি করে পদক তুলে দেবেন সুইডেনের রাজা। এরপর স্টকহোমের সিটি হলে বিলাসবহুল ভোজের আয়োজন করা হবে।