রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে শুক্রবার মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের একটি অনুষ্ঠানে দেখা করবেন। সোমবার পুতিনের এক জ্যেষ্ঠ সহযোগী এ কথা জানিয়েছেন।
পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, দুই নেতা তুর্কমেনিস্তানের এক কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় আশগাবাতে বৈঠক করবেন।
উশাকভ বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অবশ্যই, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি, উভয় বিষয় নিয়ে আলোচনার জন্য এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মধ্য এশিয়ার নেতারা ১৮ শতকের কবি মাগতিমগালি পাইরাগির ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
এর আগে পুতিনের যোগদানের বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন গত সপ্তাহে পেজেশকিয়ান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফের সঙ্গে আলোচনা করার জন্য ইরান সফর করেন।
এমন সময় এসব আলোচনা হয় যখন ইসরায়েল লেবাননে তীব্র বোমা হামলা চালাচ্ছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান এই হামলার মাঝে রাশিয়া তাদের কিছু নাগরিককে দেশটি থেকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিয়েছে।
ইরানের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পশ্চিমা সরকারগুলো ইরানের বিরুদ্ধে মস্কোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে তেহরান।
এ মাসেই উন্নয়নশীল দেশের জোট ব্রিকস এর সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাশিয়া যাবেন পেজেশকিয়ান। সে সময় আবারও পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।